যুদ্ধবিমান ভূপাতিতের প্রমাণ দিন, চ্যালেঞ্জ পাকিস্তানের

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক দেশ অপর দেশের ওপর যুদ্ধবিমান ও মিসাইল দিয়ে হামলা চালায়। সংঘর্ষ চলার সময়ই পাকিস্তান দাবি করেছিল, তাদের যুদ্ধবিমান ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এর দুই মাস পর আজ শনিবার (৯ আগস্ট) ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেছেন, তাদের সেনারা মে মাসে ‘অপারেশন সিঁদুর’ চলার সময় পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করেছিল। যারমধ্যে পাঁচটি যুদ্ধবিমান ও অপরটি সামরিক পরিবহণ বিমান ছিল বলে জানান তিনি।

ভারতীয় বিমানবাহিনী প্রধানের এ দাবিকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতীয়রা পাকিস্তানের কোনো বিমানেই হামলা করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের বিমান ভূপাতিতের যে দাবি করেছে সেটি প্রমাণের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে খাজা আসিফ লিখেছেন, “ভারতীয় বিমানবাহিনীর প্রধান সম্প্রতি 'অপারেশন সিঁদুর'-এর সময় পাকিস্তানি বিমান ধ্বংসের যে দাবি করেছেন, তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং এর সময় নিয়েও প্রশ্ন উঠছে। এটা এক ধরনের প্রহসন যে ভারতীয় রাজনীতিবিদদের কৌশলগত ব্যর্থতার দায়ভার এখন সামরিক কর্মকর্তাদের ওপর চাপানো হচ্ছে।”

তিনি আরও লিখেছেন, “সংঘর্ষের তিন মাসের মধ্যে ভারত এমন কোনো দাবি করেনি। অথচ, সেই সময় পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে তাদের সাফল্যের বিস্তারিত তথ্য-প্রমাণ তুলে ধরেছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ভারতের জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সূত্র থেকেও জানা গিয়েছিল যে ভারত একাধিক যুদ্ধবিমান, এমনকি রাফায়েলের মতো আধুনিক বিমানও হারিয়েছিল।”

“ভারতের হামলায় পাকিস্তানের কোনো বিমানই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়নি। উল্টো, পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি এবং কয়েকটি ড্রোন ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের সেনারা ভারতের বেশ কয়েকটি বিমানঘাঁটিকে অকেজো করে দিতে সক্ষম হয়ে। সীমান্তেও ভারতীয় বাহিনীর ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি।”— যোগ করেন খাজা আসিফ।

বিমানবাহিনী প্রধান পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করেছেন সেটি প্রমাণে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, “যদি এই ঘটনার সত্যতা যাচাই করতে হয়, তাহলে উভয় দেশেরই উচিত তাদের যুদ্ধবিমানের তালিকা নিরপেক্ষ তদন্তকারীদের কাছে তুলে ধরা। তবে আমরা নিশ্চিত যে ভারত এতে রাজি হবে না, কারণ এতে তারা যে সত্যিটা লুকোতে চাইছে, সেটি সবার সামনে চলে আসবে। যুদ্ধ মিথ্যা দিয়ে জেতা যায় না; এর জন্য প্রয়োজন নৈতিক শক্তি, দৃঢ় জাতীয় সংকল্প এবং পেশাদারিত্ব।”

এ দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করে পাক মন্ত্রী এক্সে আরও লিখেছেন, “অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা আদায়ে এ ধরনের হাস্যকর মিথ্যাচার ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ায়।”

ভারতের বিরুদ্দে চালানো পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ানুম মারসুস’ নিয়ে খাজা আসিফ লিখেছেন.“অপারেশন বুনিয়ানুম মারসুস'-এর মাধ্যমে আমরা আগেই দেখিয়েছি যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর যেকোনো আঘাতের দ্রুত, নিশ্চিত এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। এর ফলে যেকোনো ধরনের উত্তেজনার জন্য সেসব অন্ধ রাজনীতিবিদরাই দায়ী থাকবেন, যারা ক্ষণস্থায়ী রাজনৈতিক লাভের জন্য দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে খেলছেন।”

সূত্র: দ্য নিউজ

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ প্রতারিত হয়নি: মীর হেলাল Aug 10, 2025
img
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : মোহাম্মদ শাহজাহান Aug 09, 2025
img
আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি : সামান্তা শারমিন Aug 09, 2025
img
নিউ মার্কেটে বিভিন্ন অস্ত্রের গুদামের সন্ধান Aug 09, 2025
img
দুর্নীতি রোধে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি Aug 09, 2025
img
মালদ্বীপে বাংলাদেশের কনিষ্ঠতম রাষ্ট্রদূত হলেন নাজমুল ইসলাম Aug 09, 2025
img
দুর্নীতির অভিযোগ ৮ উপদেষ্টার বিরুদ্ধে, তালিকায় কারা আছেন: মাসুদ কামাল Aug 09, 2025
img
জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে : ইউজিসি চেয়ারম্যান Aug 09, 2025
img
গাজীপুরে লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেস, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ Aug 09, 2025
img
রোনালদো কখনও সমস্যা ছিল না : টেন হ্যাগ Aug 09, 2025
img
৯৭ বছর বয়সে প্রয়াত হলেন মহাকাশ বিস্ফোরণে বেঁচে ফেরা লাভেল Aug 09, 2025
img
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে টনি হেমিং, জানা গেল গামিনির ভবিষ্যৎ Aug 09, 2025
img
ঋতুপর্ণার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে বিসিবি Aug 09, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত হয়ে হাসপাতালে ৩২৫ Aug 09, 2025
img
গাজা দখল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক তুরস্কের Aug 09, 2025
img
ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি ও ইসলামি দল, রাজনীতিতে নতুন পালাবদল Aug 09, 2025
img
যুদ্ধবিমান ভূপাতিতের প্রমাণ দিন, চ্যালেঞ্জ পাকিস্তানের Aug 09, 2025
img
তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলা ইস্রাফিলের Aug 09, 2025
img
দেড় মাস পর বড়পুকুরিয়া থেকে আবারও কয়লা উত্তোলন শুরু Aug 09, 2025
img
চার বিভাগে ভারি বৃষ্টির আভাস Aug 09, 2025