যুদ্ধবিমান ভূপাতিতের প্রমাণ দিন, চ্যালেঞ্জ পাকিস্তানের

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক দেশ অপর দেশের ওপর যুদ্ধবিমান ও মিসাইল দিয়ে হামলা চালায়। সংঘর্ষ চলার সময়ই পাকিস্তান দাবি করেছিল, তাদের যুদ্ধবিমান ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এর দুই মাস পর আজ শনিবার (৯ আগস্ট) ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেছেন, তাদের সেনারা মে মাসে ‘অপারেশন সিঁদুর’ চলার সময় পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করেছিল। যারমধ্যে পাঁচটি যুদ্ধবিমান ও অপরটি সামরিক পরিবহণ বিমান ছিল বলে জানান তিনি।

ভারতীয় বিমানবাহিনী প্রধানের এ দাবিকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতীয়রা পাকিস্তানের কোনো বিমানেই হামলা করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের বিমান ভূপাতিতের যে দাবি করেছে সেটি প্রমাণের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে খাজা আসিফ লিখেছেন, “ভারতীয় বিমানবাহিনীর প্রধান সম্প্রতি 'অপারেশন সিঁদুর'-এর সময় পাকিস্তানি বিমান ধ্বংসের যে দাবি করেছেন, তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং এর সময় নিয়েও প্রশ্ন উঠছে। এটা এক ধরনের প্রহসন যে ভারতীয় রাজনীতিবিদদের কৌশলগত ব্যর্থতার দায়ভার এখন সামরিক কর্মকর্তাদের ওপর চাপানো হচ্ছে।”

তিনি আরও লিখেছেন, “সংঘর্ষের তিন মাসের মধ্যে ভারত এমন কোনো দাবি করেনি। অথচ, সেই সময় পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে তাদের সাফল্যের বিস্তারিত তথ্য-প্রমাণ তুলে ধরেছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ভারতের জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সূত্র থেকেও জানা গিয়েছিল যে ভারত একাধিক যুদ্ধবিমান, এমনকি রাফায়েলের মতো আধুনিক বিমানও হারিয়েছিল।”

“ভারতের হামলায় পাকিস্তানের কোনো বিমানই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়নি। উল্টো, পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি এবং কয়েকটি ড্রোন ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের সেনারা ভারতের বেশ কয়েকটি বিমানঘাঁটিকে অকেজো করে দিতে সক্ষম হয়ে। সীমান্তেও ভারতীয় বাহিনীর ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি।”— যোগ করেন খাজা আসিফ।

বিমানবাহিনী প্রধান পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করেছেন সেটি প্রমাণে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, “যদি এই ঘটনার সত্যতা যাচাই করতে হয়, তাহলে উভয় দেশেরই উচিত তাদের যুদ্ধবিমানের তালিকা নিরপেক্ষ তদন্তকারীদের কাছে তুলে ধরা। তবে আমরা নিশ্চিত যে ভারত এতে রাজি হবে না, কারণ এতে তারা যে সত্যিটা লুকোতে চাইছে, সেটি সবার সামনে চলে আসবে। যুদ্ধ মিথ্যা দিয়ে জেতা যায় না; এর জন্য প্রয়োজন নৈতিক শক্তি, দৃঢ় জাতীয় সংকল্প এবং পেশাদারিত্ব।”

এ দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করে পাক মন্ত্রী এক্সে আরও লিখেছেন, “অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা আদায়ে এ ধরনের হাস্যকর মিথ্যাচার ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ায়।”

ভারতের বিরুদ্দে চালানো পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ানুম মারসুস’ নিয়ে খাজা আসিফ লিখেছেন.“অপারেশন বুনিয়ানুম মারসুস'-এর মাধ্যমে আমরা আগেই দেখিয়েছি যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর যেকোনো আঘাতের দ্রুত, নিশ্চিত এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। এর ফলে যেকোনো ধরনের উত্তেজনার জন্য সেসব অন্ধ রাজনীতিবিদরাই দায়ী থাকবেন, যারা ক্ষণস্থায়ী রাজনৈতিক লাভের জন্য দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে খেলছেন।”

সূত্র: দ্য নিউজ

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এশিয়ান কাপ মিশনে আফিদাদের পাশে বাফুফে সভাপতি Oct 03, 2025
img
সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে ছাত্রসংসদের র‍্যালি Oct 03, 2025
img
শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর : ভিপি সাদিক Oct 03, 2025
img
ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি Oct 03, 2025
img
মোহাম্মদপুরে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার Oct 03, 2025
img
গ্লোবাল ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি গণসংহতি আন্দোলনের Oct 03, 2025
img
কুয়ালালামপুরে সংহতি জানিয়ে সুমুদ ফ্লোটিলা সমাবেশ Oct 03, 2025
img
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে নীলচক্র Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 03, 2025
ইউক্রেনের টমাহক চাওয়ায় রাশিয়ার রেডলাইন শঙ্কা Oct 03, 2025
অবরুদ্ধ গাজা নৌবহর আটক, ইসরায়েল নিশ্চিত নিরাপত্তা Oct 03, 2025
img
এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই : সেলিমুজ্জামান Oct 03, 2025
চীনের সঙ্গে বৈঠক ঠিক করতে বাইডেনকে আক্রমণ ট্রাম্পের Oct 03, 2025
সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলমের পোস্ট, চাইলেন ক্ষমা Oct 03, 2025
গাজামুখী ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছাতে পারেনি: ইসরায়েল Oct 03, 2025
শাপলা প্রতীক বাদ, এনসিপিকে থালা-হাঁস-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি Oct 03, 2025
img
শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের Oct 03, 2025
একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী Oct 03, 2025