জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৪

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর সুন্দরবন-১২ লঞ্চ কর্মীদের হামলার ঘটনায় কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিকসহ অজ্ঞাতনামা ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদের মধ্যে চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (৮ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদৎ হোসেনসহ ছাত্র মো. ফারুক ও মো. কামরান সিদ্দিকী ইমরোজ বাদী হয়ে এ মামলা করেন। মামলার আগের দিন আটক হওয়া কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিককে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে নেওয়া হলে তাদেরকে কারাগারে পাঠায় আদালত।

শনিবার (৯ আগস্ট) সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা সদরঘাট এলাকায় লঞ্চের লেবারসহ বিভিন্ন ধরনের কাজ করে। বিবাদীদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। ৭ আগস্টে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের ছাত্র আনিস ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে ঘোরাঘুরির সময় সুন্দরবন-১২ লঞ্চের স্টাফ জসিম ছাত্র আনিসকে যাত্রী ভেবে টান মেরে তার পরিচালিত লঞ্চের টিকিট কাটার জন্য বলে।

কিন্তু ছাত্র আনিস নিজেকে ছাত্র পরিচয় দেওয়ায় লঞ্চের স্টাফ জসিম তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু আনিস তাৎক্ষণিক না যাওয়ায় জসিম তাকে ধাক্কা দিয়ে যেতে বললে আনিস নিজের পরিচয় দেওয়ার পরও এহেন আচরণে মন খারাপ করে বিশ্ববিদ্যালয়ে আসে। বিশ্ববিদ্যালয়ে আসলে তার বন্ধুরা ঘটনার বিষয়ে জানার জন্য লঞ্চ ঘাটে যায়। সেখানে যাওয়ার পর সুন্দরবন-১২ লঞ্চের স্টাফকে জসিমের বিষয় জিজ্ঞাসা করলে তারা ছাত্রদের সঙ্গে খারাপ আচরণ করে।

এতে আরো বলা হয়, সুন্দরবন-১২ লঞ্চের স্টাফদের সঙ্গে তর্ক-বিতর্ক চলমান অবস্থায় ১নং বিবাদী মুফতিজুল কবির কিরন নিজেকে ঘাট কর্তৃপক্ষের পরিচয় দিয়ে অন্যান্য বিবাদীসহ প্রায় ২০/২৫ জন অজ্ঞাতনামা বিবাদীরা ৭টার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাটস্থ সুন্দরবন-১২ লঞ্চের ৯নং পন্টুনের ওপর পিস্তল, রড, ছুরিসহ লাঠিসোঁটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর চড়াও হয়ে কথা-বার্তা বলতে থাকে। আমাদের বিশ্ববিদ্যায়ের ছাত্ররা নিজেদের পরিচয় দেওয়ার পরও ১নং বিবাদী ছাত্রদের গালিগালাজ করতে থাকে। ছাত্ররা গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী আরো ক্ষিপ্ত হয় এবং তার নির্দেশে অন্যান্য বিবাদীরা অতর্কিতভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা করে।

মামলার এজাহারে আরো বলা হয়, হামলার সময় ছাত্রদের কাছে থাকা ১৮টি মোবাইল যার মূল্য আনুমানিক ১২ লাখ ও নগদ ৪৪ হাজার ৪৯০ টাকা, সর্বমোট ১২ লাখ ৪৪ হাজার ৪৯০ টাকা নিয়ে নেয়। এ ছাড়াও ছাত্রদের ঘড়ি সানগ্লাস ভেঙে অনুমান ২০ হাজার টাকা ক্ষতিসাধন করে। ছাত্রদের উদ্ধার করে চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা বলেন, ‘গত শুক্রবার ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। এ ঘটনার তদন্তের স্বার্থে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত ৭ আগস্ট পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের অন্তত ৯ জন আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন— নাবিল (ফিন্যান্স, ১৮তম ব্যাচ), শের আলী (আইএমএল, ১৮তম ব্যাচ), ব্রজ গোপাল রায় (সংগীত বিভাগ, ১৬তম ব্যাচ), জিলন (এমসিজে, ১৮তম ব্যাচ), ইমরোজ সিদ্দিক (আইন, ১৯তম ব্যাচ), আনিছ (থিয়েটার, ১৯তম ব্যাচ), টিঙ্কু (ফিলোসফি, ১৮তম ব্যাচ), মাকসুদুল হক (ইসলামিক স্টাডিজ, ১৪তম ব্যাচ), রিহাব (কবি নজরুল কলেজ) এবং মুজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ)। আহতদের সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
মৎস্যসম্পদ রক্ষায় নৌপরিবহন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে Oct 29, 2025
img
সামাজিক কার্যক্রমে বিত্তবানদের অংশগ্রহণের আহ্বান ধর্ম উপদেষ্টার Oct 29, 2025
img
আজানের সময় কনসার্ট থামালেন সনু নিগম Oct 29, 2025
img
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার Oct 29, 2025
img
রেফারিকে কখনো গোল দিতে দেখিনি: সালাহউদ্দিন আহমদ Oct 29, 2025
img
দেশে কোনো ধরনের সারের সংকট নেই, দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা Oct 29, 2025
img
জুলাই সনদে এনসিপির সই না করা একটা পাতানো খেলা হতে পারে: জাহেদ উর রহমান Oct 29, 2025
img
আজও জনপ্রিয় নব্বই দশকের ঝড় তোলা চিত্রনায়িকা শাবনাজ! Oct 29, 2025
img
বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর : কায়সার কামাল Oct 29, 2025
img
শেখ হাসিনা আমাকে এমপি-মন্ত্রী বানানোর লোভ দেখিয়েছিল, কিন্তু আপস করিনি: নিজান Oct 29, 2025
img
নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা Oct 29, 2025
img
‘জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে’, এই বক্তব্য অসত্য : গোলাম পরওয়ার Oct 29, 2025
img
নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু Oct 29, 2025
img
আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য: প্রেসসচিব Oct 29, 2025
img
আইনি পদক্ষেপের কড়া বার্তা দিয়ে মানুষের মুখ বন্ধ করল অভিনেত্রী Oct 29, 2025
img
স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, জানাল শিক্ষা মন্ত্রণালয় Oct 29, 2025
img
চাঁদপুরে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ, একলাখ টাকা জরিমানা Oct 29, 2025
img
মেহজাবীন নন, ‘দম’-এর নায়িকা পূজা চেরী Oct 29, 2025
img
বেতন বৃদ্ধির দাবিতে রাসিক কর্মচারীদের বিক্ষোভ Oct 29, 2025
img
মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ: ডিএমটিসিএল Oct 29, 2025