কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে কিসুমু-কাকামেগা মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যাত্রীবাহী ওই বাসটি খাদে উল্টে পড়ে বলে তথ্য উঠে এসেছে পুলিশ প্রতিবেদনে। এলাকাটি প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কুখ্যাত।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ নারী, ১০ পুরুষ এবং এক কন্যাসহ মোট ২১ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ যাত্রী, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

বাসের যাত্রীরা একটি কবরস্থান থেকে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাকবলিত এই বাসটি ছিল একটি মাধ্যমিক বিদ্যালয়ের গাড়ি, তবে তাতে কোনও শিক্ষার্থী ছিল না, কারণ সেটি অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বাসটি নিয়াহেরা থেকে ন্যাকাচের উদ্দেশে যাচ্ছিল।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বেঁচে যাওয়া আহতদের সহায়তার জন্য জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয় চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে দেশজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দ্রুত তদন্ত করে ‘যে কোনও অবহেলার জন্য দায়ীদের আইনের আওতায় আনা’ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ট্রাফিক লঙ্ঘন মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

কেনিয়ার জাতীয় পরিবহন ও সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে সহায়তা করবে।

এর আগে এ সপ্তাহের শুরুতে রাজধানী নাইরোবিতে একটি মেডিকেল চ্যারিটির ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নাইভাশা শহরে একটি বাস ও ট্রেনের সংঘর্ষে নয়জন নিহত হন। আর শনিবার নাইরোবির কাছে আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২১ সালে দেশটিতে ৪৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন।

পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ভেঙে ফেলা হচ্ছে সালমান খানের নতুন ছবির শুটিং সেট Aug 10, 2025
img
কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, সেই তরুণ গ্রেপ্তার Aug 10, 2025
img
সেই আনিসার পরীক্ষার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড Aug 10, 2025
img
ছেলেকে যেভাবে দেখাশোনা করছে পরমব্রত Aug 10, 2025
img
কোহলি-ডি ভিলিয়ার্সের ফোন পেলেন মুদি দোকানদার, একটু পরই হাজির পুলিশ Aug 10, 2025
img
সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে ইসি Aug 10, 2025
img
পাকিস্তানের বিপক্ষে মিরপুরের উইকেট দেখে অসন্তুষ্ট ছিলেন সিমন্সও Aug 10, 2025
img
মেসিকে নিয়ে নতুন সংবাদ দিলেন মাসচেরানো Aug 10, 2025
img
ছেলের জন্মদিনে দোয়া চাইলেন পরীমণি Aug 10, 2025
img
জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় : এনবিআর Aug 10, 2025
img
সরকারের সংস্কার ও নীতিগত উদ্যোগে বড় ধরনের ধস থেকে রক্ষা পেয়েছে দেশের অর্থনীতি: সিপিডি Aug 10, 2025
img
রাজশাহী শিক্ষাবোর্ড : এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী Aug 10, 2025
img
শামিকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড করলেন শাহিন আফ্রিদি Aug 10, 2025
img
ঢাকা বোর্ডে ২ হাজার ৯৪৬ জনের ফল পরিবর্তন Aug 10, 2025
img
পুলিশকে কাজে ফেরানো গত এক বছরের বড় সফলতা: আইজিপি Aug 10, 2025
img
স্বামীর জন্য শোবিজ ছাড়তেও প্রস্তুত ফারিণ Aug 10, 2025
img
মেহজাবীন-রাজীবের প্রেমে সাইয়ারা’র ছাপ! Aug 10, 2025
img
চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সোমবার Aug 10, 2025
img
নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার Aug 10, 2025
img
ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত আজ থেকে কার্যকর Aug 10, 2025