বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা দুর্নীতির অভিযোগ এবার বিসিবিকে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এবার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইন্টেগ্রিটি ইউনিটের সহায়তা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, নিজেদের দুর্নীতি দমন ইউনিটকে আরও কার্যকর ও দক্ষ করে তুলতেও নিয়োগ দেওয়া হয়েছে একজন অভিজ্ঞ পরামর্শক-আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘সামনের বিপিএলে আইসিসি দুর্নীতি দমন ইউনিটের সঙ্গে কাজ করবে। এটা অনুমোদন করা হয়েছে। আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটকে নিয়োগ দেওয়া হয়েছে, পরের বিপিএলে দুর্নীতি দমন ইউনিট তারা পরিচালনা করবে।’
প্রায় প্রতি আসরেই বিপিএল ঘিরে উঠে আসে দুর্নীতির গুঞ্জন-ম্যাচ পাতানো, বাজি ধরার অভিযোগ, অস্বচ্ছ দল নির্বাচন বা অনিয়মের নানা কথা। যদিও আনুষ্ঠানিকভাবে এসব প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগের ঘনঘটা ও জনমনে সংশয় দূর হয়নি। বিশেষ করে বিসিবির দুর্নীতি দমন বিভাগের দক্ষতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে।
আইসিসির সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি বিসিবি চায় নিজেদের দুর্নীতি দমন ইউনিটকে আরও শক্তিশালী করতে। এজন্যই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা অ্যালেক্স মার্শাল, যিনি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক ছিলেন। মার্শালের অধীনে ওই ইউনিট শুধু দুর্নীতি নয়, নিরাপত্তা ও অ্যান্টি-ডোপিং বিষয়েও কার্যক্রম পরিচালনা করত।
ইফতেখার রহমান বলেন, ‘আমরা মনে করি, আমাদের এই ইউনিটকে আরও সমৃদ্ধ করা উচিত। বিপিএল বলুন বা অন্যান্য ঘরোয়া ক্রিকেট-সব ক্ষেত্রেই যেন স্বচ্ছতা থাকে, সেটি নিশ্চিত করতেই মার্শালকে পরামর্শক হিসেবে আনা হয়েছে।’
এমকে/টিকে