লিলের ফরাসি গোলকিপার লুকাস শেভালিয়ারকে ৪ কোটি ইউরোতে দলে নিয়েছে পিএসজি। ফরাসি গোলকিপারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ইএসপিএন'এর সূত্রে জানা যায়, চুক্তির শর্তানুযায়ী আরও দেড় কোটি ইউরো সম্ভাব্য বোনাস যোগ হতে পারে।
২৩ বছর বয়সি শেভালিয়ারকে পিএসজির নতুন নাম্বার ওয়ান হিসেবে তাকে মাঠে দেখা যাবে। এর অর্থ হচ্ছে গত মৌসুমে পিএসজির ইতিহাস সৃষ্টিকারী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিয়ানলুইজি দোন্নারুমা মূল দলে জায়গা হারাচ্ছেন।
পিএসজি আর ইতালিয়ান গোলকিপার দোন্নারুমাকে দলে রাখতে চাইছে না। তার এজেন্ট এনজো রায়োলা জানিয়েছেন, পিএসজিকে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে।
২৬ বছর বয়সির সাথে প্যারিসের জায়ান্টদের চুক্তির বর্তমান মেয়াদ আর মাত্র এক বছর বাকি ছিল। যে কারণে দোন্নারুমা চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু দুই পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতার পরিবেশ খুঁজে পাওয়া যায়নি।
প্রতি মাসে সাড়ে ৮ লাখ ইউরো করে আয় করতেন দোন্নারুমা, যা তাকে দলের অন্যতম দামি খেলোয়াড়ে পরিণত করেছিল। নতুন চুক্তিতে তিনি বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। একইসঙ্গে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের দেয়া বেতন কাঠামো পরিবর্তনের প্রস্তাবেও রাজি হননি।
গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দোন্নারুমা। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল, আর্সেনাল ও অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রয়োজনীয় সময় প্রতিপক্ষকে হতাশ করে পিএসজিকে রক্ষা করেছেন এই ইতালিয়ান গোলরক্ষক। তবে কোচ এনরিকে এমন একজন গোলকিপার দলে চাচ্ছিলেন, যিনি বল যোগানোর ক্ষেত্রে ও একইসঙ্গে গোলকিপিংয়ে অন্যান্য ভূমিকায় আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
এমকে/টিকে