ফ্রান্সে অভিবাসীদের ২১০ দিন পর্যন্ত আটক রাখার বিধান বাতিল

ফ্রান্সে ‘বিপজ্জনক’ বিবেচিত অভিবাসীদের প্রশাসনিক আটক কেন্দ্রে (সিআরএ) ৯০ দিনের বেশি সময় আটকে রাখার বিধানকে অসাংবিধানিক ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক কাউন্সিল। বৃহস্পতিবার (৭ আগস্ট) দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত জানায়, গুরুতর অপরাধে দণ্ডিত কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত অভিবাসীদের ২১০ দিন পর্যন্ত আটক রাখার নতুন বিধানটি ফরাসি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থি এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে অপ্রয়োজনীয়।

বামপন্থী আইনপ্রণেতাদের আবেদনের ভিত্তিতে মামলাটি সংবিধানিক কাউন্সিলে ওঠে এবং আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, প্রস্তাবিত এই বিধানের আওতায় এমন অভিবাসীরাও পড়তেন যারা সাজা ভোগ করে মুক্তি পেয়েছেন এবং আর কোনো সক্রিয় হুমকি নন। বর্তমান ফরাসি আইন অনুযায়ী, শুধু সন্ত্রাসবাদে জড়িত অভিবাসীদের ক্ষেত্রে ২১০ দিন পর্যন্ত আটক রাখা সম্ভব।

কিন্তু নতুন আইনের আওতায় ধর্ষণ, হত্যা, সহিংসতা, চুরি বা মাদক পাচারের মতো অপরাধে দণ্ডিত অভিবাসীদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হতো।

মানবাধিকার সংস্থা লা সিমাদ এ রায়কে স্বাগত জানিয়ে বলেছে, এটি এক কঠোর ও অকার্যকর নিরাপত্তানীতির বিপরীতে স্পষ্ট বার্তা। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফানেলি কারে-কন্তে মন্তব্য করেন, কোনো আইনের মাধ্যমে কারো স্বাধীনতা কেড়ে নেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তবে ডানপন্থী রাজনীতিকরা এ রায়কে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করছেন; রক্ষণশীল এলআর দলের নেতা লরো ওয়াকিয়েজ অভিযোগ করেন, ফ্রান্সে যেখানে ৯০ দিনের বেশি আটক রাখা সম্ভব নয় সেখানে প্রতিবেশী দেশগুলোতে অভিবাসীদের ১৮ মাস পর্যন্ত আটকে রাখার নজির রয়েছে।

বিতর্কিত এই আইনটির পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো প্রথম থেকেই সরব ছিলেন। বিশেষ করে ২০২৪ সালে প্যারিসে এক শিক্ষার্থী হত্যাকাণ্ডে এক মরক্কোর নাগরিকের সম্পৃক্ততা সামনে আসার পর যিনি কয়েক বছর জেল খেটে ডিটেনশন সেন্টার থেকে সদ্য মুক্তি পেয়েছিলেন এবং ফ্রান্স ছাড়ার নির্দেশ থাকা সত্ত্বেও দেশে অবস্থান করছিলেন। সেই ঘটনার পরেই মন্ত্রী অভিবাসন আইন কঠোর করার উদ্যোগ নেন এবং ২১০ দিনের আটকাদেশের দাবি তোলেন। যদিও সংবিধানিক কাউন্সিল নতুন আইনের বেশ কয়েকটি ধারা বাতিল করেছে তথাপি কিছু বিধান বহাল থেকেছে।

২০২৪ সালে ফ্রান্সজুড়ে মোট ২৫টি সিআরএ-তে ৪০ হাজার ৫৯২ জন অভিবাসী আটক হন। যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ৪৬ হাজার ৯৫৫ জন; গড়ে প্রতিটি অভিবাসী ৩৩ দিন করে আটক ছিলেন।

উল্লেখ্য, ফ্রান্সে ১৯৯৩ সালে অনিয়মিত অভিবাসীদের ১০ দিনের জন্য আটক রাখার বিধান চালু হয়। যা ২০১৮ সালে বাড়িয়ে ৯০ দিন করা হয় এবং সন্ত্রাসবাদের ক্ষেত্রে সর্বোচ্চ ২১০ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিপিএল ধারাভাষ্য প্যানেলে ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফ Dec 08, 2025
img
বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর Dec 08, 2025
img
আমরা অতিদ্রুত রক্তের ঋণ ভুলে যেতে শুরু করেছি : সাকি Dec 08, 2025
img
বাবার জন্মদিনে ববির আবেগঘন পোস্ট Dec 08, 2025
img
সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Dec 08, 2025
img
পুমার সাথে ৮ বছরের সম্পর্কের ইতি টানলেন বিরাট কোহলি Dec 08, 2025
img
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে এলো ৪১৯ টন পেঁয়াজ Dec 08, 2025
img
নির্বাচনের দিনই গণভোট মেনে নিলো জামায়াতসহ ৮ দল Dec 08, 2025
তরুণী ভক্তদের চাপে বাড়ি থেকে লুকিয়ে বের হতেন হৃতিক Dec 08, 2025
দুই বছরের সম্পর্কের খোলামেলা স্বীকৃতি দিলেন আমির খান Dec 08, 2025
বাংলাদেশের বিপক্ষে নতুন ভেন্যুতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া Dec 08, 2025
আদর্শ মাকে সম্মাননা দিল পালপাড়া সরকারি প্রাইমারি স্কুল Dec 08, 2025
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবি কী? Dec 08, 2025
রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনের ৭০ হাজার নারী সেনা Dec 08, 2025
img
বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফিনিয়া Dec 08, 2025
img
কবে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা? Dec 08, 2025
img
ভারতীয় পাসপোর্টকে বৈধ স্বীকৃতি দিচ্ছে না চীন, ভ্রমণে সতর্কতা জারি Dec 08, 2025
img
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত Dec 08, 2025
img
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে মেডিকেল বোর্ড বৈঠক Dec 08, 2025
img
বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হেড কোচ হান্নান সরকার Dec 08, 2025