জাপানের রাজধানী টোকিওতে একাধিক রাউন্ডের বক্সিং ইভেন্টে দুইজন তরুণ বক্সার মস্তিষ্কের গুরুতর আঘাতের কারণে মারা গেছেন। ২৮ বছর বয়সী সুপার ফেদারওয়েট শিগেতোশি কোটারি এবং লাইটওয়েট হিরোমাসা উরাকাওয়া একই দিনে অনুষ্ঠিত লড়াইয়ে অংশগ্রহণ করেন।
২ আগস্ট টোকিওর করাকুয়েন হলে অনুষ্ঠিত এই কার্ডে কোটারি ১২ রাউন্ডের লড়াই শেষে ড্র করেছিলেন ইয়ামাটো হাটার বিরুদ্ধে। তবে লড়াইয়ের পর তিনি অচেতন হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন।
সেখানে মস্তিষ্কের অস্ত্রোপচার করার পর এক সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। অবশেষে ৮ আগস্ট রাত ১০:৫৯ মিনিটে মারা যান তিনি।
অন্যদিকে, উরাকাওয়া অষ্টম রাউন্ডে প্রতিপক্ষ যোজি সাইটোর কাছে পরাজিত হন। তারও মাথায় গুরুতর আঘাত লেগে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শনিবার রাতের দিকে তার মৃত্যু হয়।
বিশ্ব বক্সিং অর্গানাইজেশন (ডব্লিউবিও) এই দুই বক্সারের প্রতি গভীর শোক ও পরিবার এবং জাপানের বক্সিং সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছে।
এফপি/ টিএ