বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশ নিলেও রাজশাহীর মাঠে কখনো অনুষ্ঠিত হয়নি কোনো ম্যাচ। দীর্ঘদিনের এই আক্ষেপ অবশেষে ঘুচতে যাচ্ছে উত্তরবঙ্গের ক্রিকেটপ্রেমীদের। এবারের বিপিএল থেকেই রাজশাহীতে ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি)।
বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও এনএসসি বিপিএল শুরুর আগেই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে আগ্রহী। শুধু রাজশাহী নয়, খুলনা ও বরিশালেও বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবি ও এনএসসির।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমাদের তিনটি স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা বিকেন্দ্রীকরণের জন্য উত্তরবঙ্গের রাজশাহী এবং দক্ষিণবঙ্গের বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি।’
সংস্কারের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অনুশীলন এলাকায় ১৬টি প্র্যাকটিস পিচ, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নাইলন নেট স্থাপন করা হবে। ইতিমধ্যেই বাজেট অনুমোদন হয়ে গেছে এবং শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিসিবির লক্ষ্য শুধু বিপিএল নয়, দেশের ক্রিকেটকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরে ছড়িয়ে দেওয়া। বিকেন্দ্রীকরণের এই প্রচেষ্টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও পূর্ণ সহযোগিতা দিচ্ছে বিসিবিকে।
কেএন/এসএন