তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ডারউইনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে একশ’র আগেই ৬ উইকেট হারিয়ে বসে অজিরা। সেখান থেকে একাই দলকে টেনে তোলেন টিম ডেভিড। তার ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৮ রানের পুঁজি পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে প্রোটিয়ারা। আর তাতেই ১৭ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি অজিরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৭৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন টিম ডেভিড। ৫২ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। আর তাতেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৭৮।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মাথায় এইডেন মারক্রাম-এর উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬ বলে ১২ রান করা এই ব্যাটারকে গ্রিনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান জশ হ্যাজেলউড। দলীয় ৪০ রানের মাথায় দ্বিতীয় ব্রেক-থ্রু এনে দেন ম্যাক্সওয়েল। ৯ বলে ১৪ রান প্রিটোরিয়াস সাজঘরে ফেরেন মিচেল ওয়েন-এর ক্যাচ হয়ে।
তার একটু পরই সাজঘরের পথ ধরেন ডেওয়াল্ড ব্রেভিস। তাকে ফেরান বেন ডোয়ারশিস। বদলি ফিল্ডার অ্যাবট-এর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ২ রান। ৪৮ রানেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা।
চতুর্থ উইকেট জুটিতে ৭২ রান যোগ করেন ত্রিস্তান স্টাবস ও রিকেলটন। ২৭ বলে ৩৭ রান স্টাবস বিদায় নিলে ভাঙে তাদের জুটি। এরপর জর্জ লিন্ডে, কর্বিন বশ, কেউই জ্বলে উঠতে পারেননি ব্যাট হাতে।
এক প্রান্ত আগলে রেখে ৪৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। শেষ ওভারে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭১ রান। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ১৬১ রানে। স্বাগতিক অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড ও ডোয়ারশিস নেন তিনটি করে উইকেট। দুই উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদার বলে কিউনা মাফাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ট্রাভিস হেড। ফেরার আগে ৭ বলে ২ রান করেন হেড।
পরের ওভারেই সাজঘরে ফেরেন জশ ইংলিশ। জর্জ লিন্ডের বলে পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে মুথুসামির হাতে ধরা পড়েন তিনি। চতুর্থ ওভারে ফেরেন মিচেল মার্শ। রাবাদার শর্ট ডেলিভারিতে মাফাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ১৩ রান করা এই ওপেনার।
৩০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন টিম ডেভিড ও ক্যামেরুন গ্রিন। ১৩ বরে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন গ্রিন। তাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন লুঙ্গি এনগিদি। বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে থাকেন ডেভিড।
লোয়ার অর্ডার ও টেইলএন্ডার ব্যাটারদের নিয়ে রান বাড়াতে থাকেন টিম ডেভিড। ২৯ বলে তুলে নেন হাফ-সেঞ্চুরি। এরপর এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। ৪ বাউন্ডারি ও ৮ ওভার বাউন্ডারিতে ৫২ বলে ৮৩ রান করেই থামতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকার হয়ে মাফাকা নিয়েছেন ৪ উইকেট, রাবাদা নিয়েছেন ২ উইকেট।
কেএন/এসএন