এখনই কেউ বিনিয়োগে আগ্রহী হবেন, এমন প্রত্যাশা পুরোপুরি কাল্পনিক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নিশ্চিত রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এখনই কেউ বিনিয়োগে আগ্রহী হবেন—এমন প্রত্যাশা পুরোপুরি কাল্পনিক। আর্থিক খাতে স্থিতিশীলতা এলেও দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকার কারণে বড় ধরনের বিনিয়োগ প্রবাহ অচিরেই বাড়ার সম্ভাবনা কম।

গতকাল রবিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ‘আর্থিক খাতে স্থিতিশীলতা এলেও রাজনৈতিক অবস্থা এখনো অনিশ্চিত ও অস্থিতিশীল।

নিরাপত্তা পরিস্থিতিও স্থিতিশীল নয়। এসব কারণেই এখন বিনিয়োগ বাড়ার ব্যাপারে আশা করা যুক্তিযুক্ত নয়।’ তিনি বলেন, ‘বিনিয়োগ পাইপলাইনে ইতিবাচক কিছু সাইন দেখা যাচ্ছে; কিন্তু সময় লাগবে। সামনে নির্বাচন হওয়ায় বড় কোনো বিনিয়োগকারী বা বিদেশি বিনিয়োগকারী এই মুহূর্তে আসতে চাইবে না।

গভর্নর আরো বলেন, ‘আমাদের দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, আরেকটি রিফর্ম এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া। যাতে ভবিষ্যৎ সরকার তা অব্যাহত রাখতে পারে। আর্থিক খাতের প্রাতিষ্ঠানিকীকরণ সহজ নয়, এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।

মূল্যস্ফীতির বিষয়ে আহসান এইচ মনসুর জানান, টানা চার মাস কমার পর সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি দেখা গেছে, যা স্বাভাবিক। চলতি অর্থবছরের শুরুতে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৫৫ শতাংশ, যা জুনের ৮.৪৮ শতাংশ থেকে বেড়েছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য রয়েছে, এ জন্য নীতি সুদ হার উচ্চ রাখা হয়েছে।

ডিজিটাল লেনদেন প্রসারে জোর দিয়ে গভর্নর বলেন, ‘নগদ অর্থের ব্যবহার কমিয়ে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

এতে লেনদেন দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে। পাশাপাশি রাষ্ট্রের খরচও কমবে। নগদ টাকা ছাপানো ও পরিবহন-বণ্টনে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়।’

অর্থনৈতিক খাতের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ব্যাংক কম্পানি আইন সংশোধন করা হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। এই প্রতিকূল পরিস্থিতিতে বাস্তবসম্মত থাকা জরুরি এবং অর্থনীতির সুস্থ অবস্থার জন্য প্রয়োজন ধারাবাহিক সংস্কার ও নীতিগত দৃঢ়তা।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশনের Jan 07, 2026
img
মুস্তাফিজ ইস্যুতে কেকেআরের সম্ভাব্য বিকল্প জানালেন আকাশ চোপড়া Jan 07, 2026
img
মাদুরোকে ‘অপহৃত’ না বলতে নির্দেশ দিল বিবিসি Jan 07, 2026
img
পৌনে ৭ লাখ ভোটারকে পোস্টাল ব্যালট পাঠাল ইসি Jan 07, 2026
img
‘ধুরন্ধর ২’-এও থাকবে বাহরিয়ান র‍্যাপারের গান? Jan 07, 2026
img
২০ বছর পর দাম্পত্য জীবন শেষে আলাদা হলেন কিডম্যান ও আরবান Jan 07, 2026
img
শেষ পর্যন্ত গণতন্ত্রের মশাল বহন করেছেন বেগম খালেদা জিয়া: খসরু Jan 07, 2026
img
তিনটি বিমানবন্দর ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ বাংলাদেশিদের Jan 07, 2026
img
ইসির সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে Jan 07, 2026
img
একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট শুনতে হাইকোর্টের অপারগতা Jan 07, 2026
img
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঢাকা ক্যাপিটালসের Jan 07, 2026
img
নির্বাচনে অনিয়ম রোধে ভিজিল্যান্স টিম ও মনিটরিং সেল গঠনের নির্দেশ ইসির Jan 07, 2026
img
‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তির আগেই ফের সেটে সালমান! Jan 07, 2026
img
পাতানো নির্বাচন হলে ফল ভালো হবে না, তাহেরের হুঁশিয়ারি Jan 07, 2026
img
অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা মিস্টার পারফেকশনিস্ট! Jan 07, 2026
img
‘বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম’ Jan 07, 2026
img
প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনের আপিল কার্যক্রম চলছে Jan 07, 2026
img
বিসিবির মেইলের জবাব দিল আইসিসি Jan 07, 2026
img
১০ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা Jan 07, 2026
img
দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: রাধিকা আপ্তে Jan 07, 2026