গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ আগস্ট) কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেপ্তার করে।
আজ সোমবার (১১ আগস্ট) জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (৫৫), আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২) ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদার (৩০)।
গ্রেপ্তার নজরুল ইসলাম পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিউদ্দিনের ছেলে। সাইফুদ্দিন মোল্লা জাহিদ হিরণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। এ ছাড়া গ্রেপ্তার মো. সাইম হাওলাদার যুবলীগ নেতা ও গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে।
এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সাইফুদ্দিন মোল্লা জাহিদ ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওইদিন গ্রেপ্তার নেতারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এমআর/টিকে