চাকরি সামনেও করতে হবে, এক মাঘে শীত যায় না: ফোনালাপে শেখ হাসিনার হুমকি

আদালত অবমাননার অভিযোগে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে ৬ মাস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১। দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে বলে গত ২ জুলাই বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। সে রায়ের পূর্ণাঙ্গ কপি সোমবার (১১ আগস্ট) সাংবাদিকদের দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

পূর্ণাঙ্গ সে রায়ে শেখ হাসিনা ও বুলবুলের ফাঁস হওয়া অডিও কথোপকথনটি তুলে ধরা হয়েছে। যেখানে কথোপকথনের এক জায়গায় শেখ হাসিনা বলেন, ‘ওই সব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে। উনি চাইছেন, ভবিষ্যতে কাজে লাগবে।’

শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন, ‘জি নেত্রী, জি আসসালামু আলাইকুম।’ এরপর শেখ হাসিনা বলেন, ‘চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যায় না যেন। এক মাঘে শীত যায় না।’

এদের দুজনের কথোপকথনের এই অংশ সম্পর্কে রায়ে বলা হয়েছে, সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ না করে কর্মকর্তাদের হুমকি দিয়েছেন শেখ হাসিনা। তবে ধারণা করা যায়, শেখ হাসিনা মামলার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের (প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন।

এছাড়া বুলবুলের সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করে রায়ে আরও বলা হয়েছে যে, তিনি (শেখা হাসিনা) বলেছেন, ‘আমার তো সারা বাংলাদেশে ২২৭টি মার্ডার কেস। তোমরা তালিকা করো। ধরো অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আর এক মামলার যে শাস্তি আর সোয়া ২০০ মামলায় সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেব কিন্তু তার আগে সোয়া ২০০ হিসাব করে নেব। এটা যেন মাথায় থাকে।’

পূর্নাঙ্গ রায়ে বলা হয়েছে, বুলবুলের কাছে শেখ হাসিনা ২২৭ জনকে হত্যার দৃঢ়সংকল্প প্রকাশ করেছেন। সে জন্য বুলবুলকে তিনি ২২৭ জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন।

ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলেন ‘একটা কথা আমি বলি, তোমাদের কার বাড়ি পোড়াইছে কে?’ তখন বুলবুল বলেন, ‘ওই ওরাই নেত্রী, সবাই, জামাত-বিএনপি সকলেই।’ এরপর শেখ হাসিনা বলেন, ‘তাদের বাড়িঘর নাই?’ বুলবুল বলেন, ‘আছে নেত্রী।’ হাসিনা বলেন, ‘তাদের ঘরবাড়ি নাই।’ বুলবুল বলেন, ‘জি, আছে।’ শেখ হাসিনা আরও বলেন, ‘তাহলে, সবকিছু কি প্রকাশ্যে করতে হয়?’ বুলবুল বলেন, ‘জি না, না নেত্রী, জি।’ এরপর শেখ হাসিনা, ‘আমাদের ঘরবাড়ি নাই, তাদেরও ঘরবাড়ি থাকবে না।’

কথোপকথনের এই বিষয়টি তুলে ধরে পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, এসব বলে প্রতিদ্বন্দ্বী নেতা-কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দিতে বুলবুলকে উসকে দিয়েছেন শেখ হাসিনা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাল ড. মুহাম্মদ ইউনূস Aug 12, 2025
img
পাম অয়েলের দাম কমল, লিটারে ১৯ টাকা Aug 12, 2025
img
যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা Aug 12, 2025
img
নিজেকে নতুন ভাবে আবিষ্কার করছি : ঋতাভরী Aug 12, 2025
এশিয়া কাপে লড়াইয়ের জন্য টাইগাররা প্রস্তুত: নাথান কেলি Aug 12, 2025
img
জামায়াতের ভাব অনেক বেশি বেড়ে গেছে: গয়েশ্বর Aug 12, 2025
img
ফেসবুক পোস্টে পাথর লুট নিয়ে ক্রিকেটার রুবেল হোসেনের প্রতিবাদ Aug 12, 2025
img
'বিসিসিআইয়ের উচিত ছিল বুমরাহকে আইপিএল না খেলানো' Aug 12, 2025
img
এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫০ বিলিয়ন ডলার নির্ধারণ Aug 12, 2025
img
আমি যদি এমপি প্রার্থী হই তাহলে সব দলের সবার জামানত বাজেয়াপ্ত হবে : জয় Aug 12, 2025
ক্লান্ত সতীর্থদের পাশে লিটন, অনুশীলনের মাঝে দিলেন পানির বোতল Aug 12, 2025
img
শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আবেদন করলেন জেড আই খান পান্না Aug 12, 2025
img
রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইল দেব, ‘ধূমকেতু’র রিলিজের আগে কার দিকে ইঙ্গিত? Aug 12, 2025
img
বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন আনোয়ার ইব্রাহিম Aug 12, 2025
img
বিয়ের গুঞ্জনে ধানুশ-ম্রুণাল, অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী Aug 12, 2025
img
রিয়ালে নিজের জায়গা কেন হারাচ্ছেন ভিনিসিয়ুস? Aug 12, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস Aug 12, 2025
img
পুরো দেশের মানুষের আস্থা রয়েছে জামায়াত আমিরের ওপর: নায়েবে আমির Aug 12, 2025
img
সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ Aug 12, 2025
img
সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলার আবেদন Aug 12, 2025