সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব জন্মাষ্টমীর নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (১২ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমী শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তৃতা করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য ডিএমপি প্রতিবছরই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকে, এবারের ক্ষেত্রেও তা অব্যাহত থাকবে।’
সভায় ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নিরাপত্তার পাশাপাশি সভায় মন্দিরগুলোতে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, শোভাযাত্রার সময় নির্ধারণ, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং অন্যান্য ধর্মের অনুভূতির প্রতি সম্মান প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট রাজধানীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে।
এসএন