নাটোরের বড়াইগ্রামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাদের নিজ বাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার মামুনুর রশীদের স্ত্রী ও জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শিউলী খাতুন (৪২), পৌর এলাকার শামসুন নাহার স্বপ্না (২৭), গুরুদাসপুর উপজেলার রোজিনা বেগম (৪০) এবং মোজাম্মেল হোসেন (৩৮)। শিউলী খাতুন বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিউলী খাতুন দীর্ঘদিন ধরে তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী এনে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে দুই নারী ও একজন পুরুষ তার বাসায় এসে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, শিউলী খাতুনের বিরুদ্ধে পূর্বে আরেকটি মামলায় ওয়ারেন্ট ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি চারজনের বিরুদ্ধেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শিউলী খাতুন থানার ভেতরে নেচে-গেয়ে ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করায় আলোচনায় আসেন এবং তখনও গ্রেপ্তার হয়েছিলেন।
কেএন/এসএন