বিএনপি নেতা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। বক্তব্য প্রত্যাহার না করা হলে কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলেও জানান তারা। এছাড়াও তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। 

গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য ও সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় বিপ্লবী ছাত্রজনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদের কালিমা লিপ্ত করছেন। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি- যেন অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়া হয়। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ছাত্র-জনতা কোনো কর্মসূচি গ্রহণ করলে, তা থেকে উদ্ভূত পরিস্থিতির দায় বিএনপিকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ভবিষ্যতে অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলার আশঙ্কা ব্যাক্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলেন, এমন দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যখন বিপ্লবের এক বছরের মাথায় এই বিপ্লবীদেরকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। যেই মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিববাদের সৈনিক, যে কিনা আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে পরিচিত অ্যাডভোকেট ফজলুর রহমান। যার প্রতিটা কথায় আওয়ামী ফ্যাসিবাদের কণ্ঠ শোনা যায়। যে কিনা আমাদের ছাত্র-জনতার বিপ্লবকে স্বীকার তো করেই না বরং এই বিপ্লবকে অস্বীকার, কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা, আহতদের তিরস্কারসহ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আওয়ামী বয়ানে ঘায়েল করতে চান। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ, কোনো মুজিবাবাদী শাবককে আমরা মেনে নেব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান- অতিসত্বর এই মুখোশধারী মুজিবাবাদী শাবককে তার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপিকে দায়মুক্ত করুন।

বক্তারা আরও বলেন, আমরা এখনো ঘরে ফিরে যাইনি। যদি আমাদেরকে হয়রানিসহ অস্বীকার করার প্রবণতা দেখা যায়, আবার রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত আছি। ফজলুর রহমান গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যেভাবে কটাক্ষ করছেন, এতে করে বিএনপির শতাধিক শহীদ ও আহতরাও কটাক্ষের স্বীকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স। এছাড়াও সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূইয়াঁসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এক শর নিচে অলআউট হওয়ায় পাকিস্তানের কড়া সমালোচনা করলেন শোয়েব আখতার Aug 13, 2025
img
আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না : জি এম কাদের Aug 13, 2025
img
জুলাই গণ-অভ্যুত্থানে আহত সাংবাদিকদের প্রশিক্ষণের আহ্বান তথ্য উপদেষ্টার Aug 13, 2025
img
সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর ফোনালাপ Aug 13, 2025
img
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুদকের তিন কর্মকর্তা Aug 13, 2025
img
'দেখতে পুরুষের মতো' ম্রুণালের কটাক্ষের ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন বিপাশা Aug 13, 2025
img
নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ Aug 13, 2025
img
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার Aug 13, 2025
img
বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব Aug 13, 2025
img
নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ রাহুল গান্ধীর Aug 13, 2025
img
দূষণ রোধে প্রথমবারের মতো যাত্রীদের বিনা মূল্যে গণপরিবহনসেবা দেবে সুইজারল্যান্ড Aug 13, 2025
img
জুলাই সনদের আইনি স্বীকৃতিতে গড়িমসি বরদাস্ত হবে না: বুলবুল Aug 13, 2025
img
যত দিন যাচ্ছে গানের প্রতি আমার অ্যাটাচমেন্ট কমছে : অনুপম Aug 13, 2025
img
জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে: ধর্ম উপদেষ্টা Aug 13, 2025
img
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন গ্রেপ্তার Aug 13, 2025
img
বাংলা ছবির মর্যাদা ফেরাতে মমতা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত Aug 13, 2025
সৎ মায়ের বার্তা পেলেন সারা, জন্মদিন হয়ে উঠল বিশেষ! Aug 13, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় : রিজভী Aug 13, 2025
ইসরায়েলের চার শহরে ড্রোন হামলার দাবি হুতিদের, প্রতিক্রিয়া নেই নেতানিয়াহুর Aug 13, 2025
img
৪০ পেরিয়ে আজও যেন 'অষ্টাদশী' পূজা বাত্রা Aug 13, 2025