বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন, সেটি অপূর্ণাঙ্গ। এতে আইনি ভিত্তির কথা উল্লেখ করা হয়নি। যদি নির্বাচিত সরকার আইনি ভিত্তি দেয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো আইনি ভিত্তি নেই এবং গত এক বছরের শাসন অবৈধ হয়ে যায়।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগরে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সমাবেশে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা—পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আওয়ামী শাসনামলে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ও শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে আলেম-ওলামা ও ছাত্র সমাজের অবদান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা– কোনোটিই অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি স্পষ্ট করে বলেন, এই অপূর্ণাঙ্গ ঘোষণাপত্র দেশের জনগণ মানে না। এটিকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে। কোনো রাজনৈতিক দল রাজি না হলে গণভোটের মাধ্যমে হলেও জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ও সাংবিধানিক কাঠামোর আওতায় আনতে হবে।
সরকারের গড়িমসির সমালোচনা করে বুলবুল বলেন, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশনের নামে মিটিং, খাওয়া-দাওয়া আর প্রেস কনফারেন্স করেই সময় কাটাচ্ছে। কিন্তু জুলাই সনদের ভিত্তি দিচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি- জুলাই সনদের আইনি কাঠামো দিতে হবে, প্রয়োজন হলে গণভোট দিতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করা যাবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির আঠারো কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নামে, তাহলে যমুনায় কেউ টিকে থাকতে পারবে না।