ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার এই সুযোগ আগে আসেনি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওলামায়ে কেরামদের নিয়ে পরামর্শ নিয়েছে। আল্লাহ যদি কবুল করেন, আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে, সাড়াও আল্লাহর রহমতে ভালো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ইসলামপন্থিদের ঐক্যভাবনা ও উলামায়ে কেরাম তাওহিদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের গেয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পৌর মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক। প্রধান বক্তা ছিলেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি রেজাউল করিম আবরার।

চরমোনাই পীর বলেন, ৫৩ বছরে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার এই সুযোগ আগে আসেনি। যদি আমরা এখন সুযোগ কাজে না লাগাই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধিক্কার দেবে।

মুফতি রেজাউল করীম বলেন, এখন আমার ভাইদের বলবো- যখন আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা যেন এ সুযোগের সদ্ব্যবহার করতে পারি। আমাদের এক হয়ে কাজ করতে হবে, আর বিদেশ যেন আমাদের গোলাম বানিয়ে রাখতে না পারে। আমরা স্বাধীন দেশ হিসেবে মানবতার কল্যাণে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

শাপলা চত্বর থেকে ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্টদের অত্যাচারে মায়েদের আর্তনাদ থামেনি উল্লেখ করে তিনি বলেন, তখনই স্বার্থান্বেষীরা নেমেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখল, ঘাট দখল, বালু লুটপাটে। তারা পাথর মেরে মানুষ হত্যা করে উল্লাস করে, আমরা ওদের ঘৃণা জানাই। ওই স্বার্থান্বেষী মহলকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, বাংলাদেশকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে হবে।

চরমোনাই পীর সকল ইসলামী দলকে ঐক্যের ডাক দিয়ে বলেন, এখনই সুযোগ এসেছে ইসলামী শাসন কায়েমের। এই দেখে ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজরা সহ্য করতে পারছে না। তারা ওলামাদের ও চরমোনাইয়ের বিরুদ্ধে লেগেছে। বিশেষ করে যাদের ডাকে গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সমালোচনা করছে। কিন্তু তারা ১৫ বছরে বালু ভর্তি একটি ট্রাকও সরাতে পারেনি।

নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এতে প্রতিটি ভোটারের মূল্যায়ন হয়, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা তৈরি হয় না, সব দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে। এ পদ্ধতিতে ফ্যাসিস্ট চরিত্র গড়ে ওঠে না।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুত তাওয়াব, জেলা জামায়াতের আমির বদরুদ্দীন, প্রবীণ আলেম শাহ আকরাম আলী, হেলালুদ্দিন আহমেদসহ বিভিন্ন ইসলামপন্থি দলের নেতৃবৃন্দ।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাম্মির বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফের সঙ্গে আমার কথা হয় : অপু Aug 14, 2025
img
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯ Aug 14, 2025
img
লুটের পাথর উদ্ধার, ২৪ ঘণ্টা যৌথবাহিনীসহ ৫ উদ্যোগ প্রশাসনের Aug 14, 2025
img
ভারতীয়দের নিয়ে এবার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত Aug 14, 2025
img
এনসিপি সরকারে না গিয়েও তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে : খোকন Aug 14, 2025
img
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম! Aug 14, 2025
ভালোবাসা, ভাঙন আর বেঁচে থাকার গল্প বললেন নুসরাত ফারিয়া Aug 14, 2025
img
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির Aug 14, 2025
যে কারণে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের Aug 14, 2025
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা Aug 14, 2025
img
‎‎মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট Aug 14, 2025
img
মোদির মতে, ‘এআই’ মানে আমেরিকান-ইন্ডিয়ান Aug 14, 2025
img
আমাদের কাছে ব্রহ্মস আছে, পাকিস্তানকে ওয়াইসির কড়া বার্তা Aug 14, 2025
img
জাফলংয়ে বালু-পাথর লুটপাট ঠেকাতে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা Aug 13, 2025
img
আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য: মিষ্টি জান্নাত Aug 13, 2025
img
উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম Aug 13, 2025
img
ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার এই সুযোগ আগে আসেনি: চরমোনাই পীর Aug 13, 2025
img
কোহলির সঙ্গে বাবরের তুলনা নিয়ে ক্ষোভ প্রকাশ শেহজাদের Aug 13, 2025
img
বাবা ও মাকে বড় রেস্তোরাঁয় নিয়ে ধনীদের মাঝে নার্ভাস ছিলাম : অমিতাভ Aug 13, 2025
img
বাজে মৌসুম কাটিয়েও রাঙ্কিংয়ে রিয়ালের ধারে কাছেও নেই বার্সা Aug 13, 2025