বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘এনসিপি সরকারে না গিয়েও তারা সকল সুযোগ-সুবিধা নিচ্ছে, তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে। বিভিন্ন অফিসে গিয়ে সুযোগ-সুবিধা পাচ্ছে। সকল ব্যবসা-বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে।’
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি সংস্কারের কথা বলছে, কিন্তু এমন সংস্কারের ৩১ দফা দাবি বিএনপির পক্ষ থেকে আগেই তোলা হয়েছে। এই ৩১ দফার দাবির মধ্যেই সবধরনের সংস্কার রয়েছে।
বিএনপির নেতাকর্মীরা বিগত ১৬ বছর নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের জন্য সংগ্রাম ও লড়াই করেছে। অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। এই দেশের মালিক এ দেশের জনগণ। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আগামী জনগণের ভোটে সরকার গঠন করবে। আগামী ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু নিজেদের স্বার্থের জন্য এনসিপি এই নির্বাচনকে কেন্দ্র করে হলে রাজনীতি বন্ধ করেছে।’
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সদস্য কাজী হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসেক্রেটারি জেনারেল ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকন উদ্দিন মিঞা, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদসহ অনেকেই।
কেএন/এসএন