অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানার অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে আছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
তেজগাঁও বিভাগের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার ওসিদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে সজিব হোসেন শান্ত (২১), মো. আবদুল্লা (১৯) ও হৃদয় ইসলাম (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নাজিম (২২), এ এম আবদুর রশীদ (৪৭), হৃদয় হোসেন (২০), শাকিল (২২), আকাশ ওরফে পিচ্চি সোহেল (২২), হৃদয় (২০), রাজিব (২২), রনি (২৩), কাজী মহিদ আহমেদ টিটু (৩৫), মহির উদ্দিন (২৩), মুন্না (২০), ওয়াহিদ (২৭), বকুল (৫০), মো. চান (২৪), হোসেন আলী (৩৫), মির্জা আহমেদ আলী (৪৯) ও মাসুদ (৩০)।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. জনি (২৭), মো. লিটন (১৮), শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির, সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), আব্দুর রহমান (১৯), সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মেহেদি হাসান (২১), আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন (১৫), মো. মিঠু (২৩), নাইম ইসলাম (১৯), নাজমুল হোসেন (১৭), জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মামুন হাসান (২০), মো. রিপন (৩৪), মো. সুজন (২৬), মো. ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) ও সোহান গাজী (১৯)।
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপি বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে পাখি মন্ডল (৩২), আলাউদ্দিন (৫৬), মো. বাবুল (৫৮), সুমন আলী(২৭) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ মনির (২৫), পলাশ (২২), রনি (২০) ও নাহিদ মাহমুদ (৩০) নামে চারজনকে গ্রেপ্তার করে। একই দিনে হাতিরঝিল থানা মো. জুয়েল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কেএন/এসএন