কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ জামিনে মুক্ত হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় তিনি চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। নাছির উদ্দিনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে- একটি ঢাকার কদমতলী থানায় এবং অপরটি চাঁদপুর সদর মডেল থানায়।
চাঁদপুর মডেল থানার মামলায় তিনি ৩ দিন রিমান্ডে ছিলেন। ৫ জুলাই তিনি চাঁদপুর মডেল থানার মামলায় জামিন পান। তবে কদমতলী থানার মামলার কারণে তখন তিনি মুক্তি পাননি।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নাছির উদ্দিন আহমেদের মুক্তিনামা ঢাকা সিএমএম কোর্ট থেকে চাঁদপুর জেলা কারাগারে পৌঁছে। তিনি ঢাকা কদমতলী থানার একটি মামলায় চাঁদপুর জেলা কারাগারে আটক ছিলেন। অন্য কোনো বাধা না থাকায় তিনি মুক্তি পান।
নাছির উদ্দিন আহমেদকে এ বছরের ২ জুন সকালে ঢাকা থেকে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। দুই মাস ১১ দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পেলেন।
কেএন/এসএন