তিস্তার পানি বিপদসীমার ওপরে, জলকপাট খোলা রেখে পানি নিয়ন্ত্রণের চেষ্টা

উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার থেকে ১৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এর আগে বুধবার (১৩ আগস্ট) সকালে পানি বিপৎসীমা অতিক্রম করে প্রথমে ৭ সেন্টিমিটার ওপরে পৌঁছায়, পরে কিছুটা কমে ৪ সেন্টিমিটারে নেমে আসে। রাতের বৃষ্টিপাত ও উজানের ঢলে ভোরের দিকে আবারও তা বেড়ে ১১ সেন্টিমিটার ওপরে উঠে যায়।

টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হওয়ায় লালমনিরহাট ও নীলফামারীর বিস্তীর্ণ নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৪৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমনসহ নানা ফসলের ক্ষেত।

তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।

প্লাবিত হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। এর মধ্যে গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী, নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নে পানি ঢুকেছে।

স্থানীয়রা বলছেন, জুলাইয়ের শেষ দিকে ও আগস্টের শুরুতে দুই দফা পানি বৃদ্ধির পর এবার তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। তারা বারবার ত্রাণের বদলে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আদিতমারীর গোবর্ধন গ্রামের মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, বন্যার পানিতে সাত দিন ধরে রান্না করতে পারিনি। গরু-ছাগল ও পরিবারের সদস্যদের উঁচু জায়গায় রেখেছি। সাহায্যের চেয়ে চাই পানি যেন আর না আসে।

পানিবন্দি মর্জিনা বেগম গণমাধ্যমকে বলেন, গরু-ছাগলের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছি। ১০ কেজি চাল পেয়েছি, কিন্তু এটা সমাধান নয়। বারবার যেন বন্যা না হয়, সেই ব্যবস্থা চাই।

খুনিয়াগাছ ইউনিয়নের কৃষক আব্দুল আলীম গণমাধ্যমকে বলেন, বারবার বন্যায় ধান, পাট, মাছ সব নষ্ট হয়ে গেছে। অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া মুক্তি নেই।

ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। এতে ইউনিয়নের ঝাড়সিংহেরস্বর ও পূর্ব ছাতনাই গ্রামের বোল্ডারের চর, খোকার চর, খাড়াপাড়া, ফ্লাটপাড়াসহ তিস্তাপারের বিভিন্ন চরের লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানুষ আতঙ্কে আছেন।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিস্তায় পানি বেড়ে যাওয়ার কারণে নদীর কয়েকটি চ্যানেল বের হয়ে পূর্বখড়িবাড়ী মৌজায় বেশ কিছু আবাদি জমি তলিয়ে গেছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা চ্যানেলগুলো বন্ধে কাজ করছি। পানি উন্নয়ন বোর্ড এসব কাজে আমাদের সহযোগিতা করছে। চরাঞ্চলের দুই শতাধিক পরিবারের বাড়িঘরে পানি উঠেছে।
পাউবো জানিয়েছে, আগামী দুই দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

চলতি মৌসুমে এটি তিস্তায় তৃতীয় দফা বন্যা। জুলাইয়ের ২৯ তারিখে প্রথম দফায় এবং ৩ আগস্ট দ্বিতীয় দফায় পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। এবার ১৩ আগস্ট থেকে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে এবং এখনও বিপদের আশঙ্কা কাটেনি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প Jan 21, 2026
img

আছে ন্যাটো প্রধানের মেসেজও

ফরাসি প্রেসিডেন্টের ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প Jan 21, 2026
img
সকালে রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিচ্ছেন উইলিয়ামসন Jan 21, 2026
img
বরগুনায় জামায়াতসহ ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার Jan 21, 2026
img
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের মাঠে লড়াইয়ে ১৯৬৭ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী Jan 21, 2026
img
ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে আজ Jan 21, 2026
img
আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের Jan 21, 2026
img
বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত বহু Jan 21, 2026
img
বিজেপির নতুন সভাপতি হলেন নিতিন নবীন Jan 21, 2026
img
সব রেকর্ড ভেঙেছে স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর Jan 21, 2026
ধৈর্য ধরে রাখতে পারছেন না মির্জা আব্বাস Jan 21, 2026
img
মিরপুরে জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষে আহত অন্তত ১৬ Jan 21, 2026
img
মুক্তির আগেই বিতর্কে জড়াল বলিউডের ‘বর্ডার ২’ Jan 21, 2026
img
কুমিল্লায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১০ প্রার্থী Jan 21, 2026
img
জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্বের অন্যতম রূপকার: শাহজাহান Jan 21, 2026
img
সিলেট সীমান্তে বিজিবির অভিযান ওষুধ-চকলেটসহ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ Jan 21, 2026
img
পল্টনে দুই বাসের মধ্যে চাপা পড়ে প্রাণ গেল বাসের হেলপারের Jan 21, 2026
img
শাকসু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের Jan 21, 2026
img
ভোট দেয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু Jan 21, 2026
img
মেঘনা সেতুতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রীর প্রাণহানি, চালক-হেলপার আটক Jan 21, 2026