পাকিস্তান শাহিনস দলের ইনিংস শেষেই যেন ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। কেননা উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২২৮ রানের বড় লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। তাই টপ অ্যান্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে জিততে হলে দারুণ কিছু করতে হতো বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটারদের।
তবে ডারউইনে দারুণ কিছু করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
ফল যা হওয়ার তাই হয়েছে। ৭৯ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে নুরুল হাসান সোহানের দল। শুরুতে অবশ্য জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন জিশান আলম ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তারা। সেটিও মাত্র ৩৮ বলের বিধ্বংসী ব্যাটিংয়ে।
৩৩ রানে জিশান আউট হওয়ার পরেই ম্যাচের চিত্র যায় বদলে। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের হয়ে ৫৭ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমাতে পেরেছেন সাইফ। অধিনায়ক সোহান খেলেন তৃতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন সাদ মাসুদ ও ফয়সাল আকরাম।
এর আগে টস জিতে তিন ফিফটিতে ৪ উইকেটে ২২৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। দলের হয়ে ফিফটি করেন তিন টপ অর্ডার ব্যাটার। আব্দুল সামাদের অপরাজিত ৫৬ রানের বিপরীতে ওপেনার খাজা নাফি করেন ৬১ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন আরেক ওপেনার ইয়াসির খান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি।