বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ বিন সাঈদী বলেছেন, ‘একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায়। তারা জামায়াতে ইসলামীকে উসকে দিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা তাদের উসকানির ফাঁদে পা দেব না।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তাফহীমুল কুরআন আলিয়া মাদরাসা মিলয়তনে শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সঙ্গে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় ও শহীদ আল্লামা সাঈদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘আমরা আমাদের স্বজন হারানোর কারণে বিচলিত হইনি, আমরা ভয়ও পাইনি। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীদের জবাব দিতে চাই।’
তিনি বলেন, ‘সংস্কার, জুলাই শহীদের বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমার বাবাকে শহীদ করেছে, ওই সব বিচারকের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। এর আগে কোনো নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। জামায়াতের সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, ‘আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমরা পালিয়ে যাইনি, আপনারা পালিয়ে গেলেন কেন? আল্লামা সাঈদীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার করতে হবে।’
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও মন্ত্রী শহীদ আলী আহসন মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির শহীদ ডা. ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির শহীদ আবুল কালাম মো. ইউসুফের নাতি তাহসিন আজমাঈন, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামানের ছেলে সোহায়েব হাসান ইমাম ওয়াফি, দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসদের ছেলে সোহায়েল আব্দুল্লাহ শাকিল, ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য মরহুম সরদার আব্দুস সালামের ছেলে মোস্তফা শওকত ইমরান প্রমুখ।
ইউটি/এসএন