সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর ও দফতরের আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে নতুন ভাতার হার কার্যকর হবে।
নতুন নিয়মে, যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা প্রতি ঘণ্টা প্রশিক্ষণে পাবেন ৩ হাজার ৬০০ টাকা (আগে ২ হাজার ৫০০ টাকা) এবং উপসচিব ও তার নিম্নপর্যায়ের কর্মকর্তারা পাবেন ৩ হাজার টাকা (আগে ২ হাজার টাকা)।
প্রশিক্ষণার্থীদের জন্য গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং গ্রেড-১০ ও তার নিম্নপর্যায়ের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া কোর্স পরিচালকের দৈনিক সম্মানি ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কের ভাতা ১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০০ টাকা, আর সাপোর্ট স্টাফদের ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে ১ হাজার টাকা হয়েছে।
প্রজ্ঞাপনে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে এ ভাতা শুধু নিজ দফতরের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য হবে; সদর দফতর থেকে মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণে এটি প্রযোজ্য নয়; এবং প্রশিক্ষণ দিনব্যাপী না হলে দুপুরের খাবারের খরচ বহন করা যাবে না।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে সরকারি চাকুরেদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়।
এমকে/টিএ