পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রাণ সহায়তা দিতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে টিআরটি গ্লোবাল।
পাকিস্তনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগের জেরে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন।
প্রতিবেদন মতে, আকস্মিক বন্যায় বিধ্বস্ত এলাকার জন্য শুক্রবার (১৫ আগস্ট) ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছিল পাক সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। পথে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমি গান্দাপুর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বাজাউরের বন্যা-দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বহনকারী প্রাদেশিক সরকারের একটি এইম-আই হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়েছে।’
এমআর/টিকে