শেখ মুজিবুর রহমান নেতা থেকে স্বৈরাচার মুজিব হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রিফাত তার পোস্টে বলেন, ‘শেরেবাংলা, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, আবুল হাশিমসহ স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছেন যেই মহান নেতারা তাদের উত্তরসূরি ধরেই শেখ মুজিবের ডাকে মানুষ রাস্তায় নেমেছে। ৪৭-এ যেই স্বপ্ন আধাআধি পূরণ হয়েছে, তারই পরিপূর্ণতার খোঁজ তারা খুঁজেছে শেখ মুজিবের নেতৃত্বে।
অথচ শেখ মুজিব হয়ে উঠলেন বাংলার ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক।’
তিনি বলেন, সলিমুল্লা খানের ভাষায়, ‘তোমরা হাসিনা দেখেছো, কিন্তু শেখ মুজিব তার চেয়ে অনেক বড় নির্যাতক ছিল। ১০ হাজার বিরোধী নেতাকর্মীকে রক্ষীবাহিনী দিয়ে শরীরের ছাল-চামড়া তুলে হত্যা করেছে।’ এই একটা লাইন দিয়েই শেখ মুজিব কতটা ভয়ংকর সেটা ব্যাখ্যা করা যথেষ্ট।
নেতা থেকে মুজিব হয়ে উঠলেন স্বৈরাচার মুজিব। তার মৃত্যুতে এই দেশের আকাশ-বাতাস খুশিতে প্রকম্পিত হয়, মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে।
রিফাত রশিদ বলেন, ‘মজার বিষয় হলো, যারা বিশ্বাস করে আযাজিল তার কর্মদোষেই ফেরেশতাদের সর্দার থেকে শয়তান ইবলিশ হয়ে উঠেছে, জার্মানদের ত্রাতা হিটলার কর্মদোষেই ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তির একজনে পরিণত হয়েছে; তারাই বলে শেখ মুজিবকে তার ৭২-৭৫ এর ঘৃণিত কার্যক্রমের জন্য ঘৃণা করা যাবে না। বরং ৭১-পূর্ববর্তী সময়ের জন্য শ্রদ্ধা করে যেতে হবে তাকে! কি মুসিবত, এই যুক্তি দিয়ে কি তারা ইবলিশ আর হিটলারকে শ্রদ্ধার পাত্র বানাতে চায়?’
তিনি বলেন, ‘বাংলাদেশে এক শেখ মুজিব যেই পরিমাণ বিরোধী মতকে রাজনৈতিক কারণে হত্যা করেছে, লুটপাটের মাধ্যমে দুর্ভিক্ষ তৈরি করে এদেশের মানুষকে হত্যা করেছে, স্বাধীনতার আকাঙ্ক্ষা, বিশ্বাস, চেতনাকে যেভাবে ৭২ এর সংবিধানের মাধ্যমে গলাটিপে মেরেছে তারপরেও কেন মুজিব পূজনীয় থাকবেন? এদেশে শেখ মুজিবের নামের ওপর দিয়ে যে কিভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, এক মুজিবের নামের ওপর দিয়ে লাখ লাখ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করে এদেশের অর্থনীতিকে মাজা ভেঙে ফেলে রাখা হয়েছে, সেসব আমাদের চোখের সামনে।
অথচ তবু মুজিববন্দনা করে যেতে হবে, কারণ মুজিবের ৭১-পূর্ববর্তী অবদান। হায় সেলুকাস!’
তিনি আরো বলেন, ‘ক্ষুধার্ত এক নারীকে একবেলা পেটপুরে খাইয়ে তাকে বিপদ থেকে উদ্ধারের জন্য কি যিনি খাবার খাইয়েছেন তিনি ওই নারীকে ধর্ষণের অধিকার পাবেন? তাহলে ৭১-পূর্ববর্তী অবদানের জন্য স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার অধিকার শেখ মুজিবকে কে দিয়েছিল?’
এমকে/টিকে