রাজশাহীতে পদ্মার চরে পানিবন্দি সাড়ে ৪ হাজার মানুষ

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে নদীর চর এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত সাড়ে ৪ হাজার মানুষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৯ মিটার। ফলে এক ধারনের আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে চরবাসীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে— উপদ্রুত চর অঞ্চলে ইতোমধ্যে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, সঙ্কট পরিস্থিতে মোকাবেলায় করা হয়েছে কন্টোল রুম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। এছাড়া সরকারিভাবে দুই উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। একটি ইউনিয়নের জন্য ত্রাণ বিতরণ প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পদ্মা নদী প্রবাহিত হয়েছে রাজশাহী জেলার পবা, গোদাগাড়ী ও বাঘা উপজেলার কিছু অংশজুড়ে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বাঘা উপজেলার চরকরাপুর ইউনিয়ন। চররাজাপুর ইউনিয়ের ৩৫০ ও গড়গড়ি ইউনিয়নের ২০০ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বেশি ক্ষতি হয়েছে চররাজাপুর ইউনিয়নের। এ ইউনিয়নের পাঁচটি ওয়ার্ড নদীভাঙ্গনের কবলে পড়েছে।

 বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার এ বিষয়ে বলেন, “চররাজাপুর ইউনিয়নের ৩৫০ ও গড়গড়ি ইউনিয়নের ২০০ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের বাড়িতে পানি উঠে গেছে। কারও কারও উঠতে বাকি। ত্রাণ বিতরণ করা হয়েছে। চরবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র ও কন্টোল রুম খোলা হয়েছে।” 

এছাড়া পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর, চর তারানগর ও চর নবীনগরে পদ্মা নদীর পানি বেড়েছে। এসব চরে বসবাস করেন তিন হাজারের কিছু বেশি মানুষ। তাদের অর্ধেক নদীর পানি বৃদ্ধির ফলে তারা লোকালয়ে চলে এসেছেন, বাকি অর্ধেক চরে পানিবন্দি অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। দুর্গততের আশ্রয়ের জন্য পবার শ্যামপুর গ্রামের শ্যামপুর দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

চর খিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, “পদ্মা পানি বেড়েছে। জেগে উঠা চরগুলো ডুবে গেছে। ফলে চরের বেশিরভাগ মানুষ লোকালয়ে চলে এসেছে। এছাড়া গবাদি পশুগুলো নদী থেকে লোকালয়ে নিয়ে আসা হয়েছে। ফলে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।”

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, “হরিয়ান উপজেলার এই চরে তেমন মানুষ বসবাস করেনা। এটি মূলত গবাদিপশুর চারণভূমি। এই চরগুলোতে ৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে অনেকেই লোকলয়ে ফিরেছে, তবে এখনও প্রায় ১৫০০ মানুষ ফিরেনি। তাদের গবাদিপশু রয়েছে চরে। তাদের সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) চরে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।”

গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের পদ্মার চরে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। চরে পানি উঠেছে, দেখা দিয়েছে নদী ভাঙন। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে চরবাসীরা।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেছেন, “এই চরে আড়াই হাজার মানুষ পানিবন্দি। ত্রাণ বিতরণ করা হবে। কন্টোল রুম খোলা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনপ্রতিনিধির নম্বর দেওয়া হয়েছে। তারা সর্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।”

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন- তিনদিন ধরে পদ্মার পানির উচ্চতা একই রয়েছে ১৭ দশমিক ৪৯ মিটার। গেল বুধবার (১২ আগস্ট) থেকে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ছয়টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা একই রয়েছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের Aug 16, 2025
img
আলাস্কায় সপ্তমবারের মতো মুখোমুখি বৈঠকে ট্রাম্প ও পুতিন Aug 16, 2025
img
যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না: ডা. তাহের Aug 16, 2025
img
নালিতাবাড়ীতে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়ার আয়োজন করে একজন আটক Aug 16, 2025
img
হবিগঞ্জে সেনা অভিযানে ছাত্রদল নেতাসহ ২ চাঁদাবাজ গ্রেফতার Aug 16, 2025
img
সাবেক এমপি বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে জামায়াতের শোক Aug 16, 2025
img
নিজেরা নিজেরা মারামারিতে জড়াবেন না, ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্দেশে নুর Aug 16, 2025
img
রাজশাহীতে পদ্মার চরে পানিবন্দি সাড়ে ৪ হাজার মানুষ Aug 16, 2025
img
ইংল্যান্ড দলে নতুন মুখ বেকার, সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার অপেক্ষায় বেথেল Aug 16, 2025
img
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল ২ জনের Aug 15, 2025
img
শেবাগের পর ধোনির বিরুদ্ধে ইরফানেরও দল থেকে বাদ দেওয়ার অভিযোগ Aug 15, 2025
img
উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে প্রস্তুত : ফারুক-ই-আজম Aug 15, 2025
img
জাফলংয়ের পাথরের সন্ধান মিলল জৈন্তাপুরে Aug 15, 2025
img
রংপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার Aug 15, 2025
img
নেইমারের বাসায় বাজছে জুনায়েদ ইভানের গান Aug 15, 2025
img
সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় জায়গা পেল বাংলাদেশের দুই সিরিজ Aug 15, 2025
img
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল Aug 15, 2025
img
মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে Aug 15, 2025
img
স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলন: রনি, কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ Aug 15, 2025
img
মানিকগঞ্জে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬ Aug 15, 2025