ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘এখানে অনেক আলেম-ওলামা ও গুণী মানুষের জন্ম। বিভিন্ন আন্দোলনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সাহসের প্রতীক হয়ে উঠে। তবে আপনারা নিজেরা নিজেরা মারামারি করেন। নিজেরা নিজেরা মারামারিতে জড়াবেন না।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত গণ অধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে নুরুল হক নুর বলেন, ‘অনেকের মধ্যে এখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী আচরণ দেখতে পাচ্ছি। সরকার এখনো ফ্যাসিবাদের বিচার করতে পারেনি। তাই তাদের আস্ফালন দেখতে পাই।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে নানা কথা শুনি। ডামি প্রার্থী নাকি আসবে। ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির হয়ে নাকি ডামি প্রার্থী আসবে। আমি বলতে চাই, জাতীয় পার্টির কার্যক্রমকে নির্বাচনের আগেই নিষিদ্ধ করতে হবে।
নুর আরো বলেন, ‘২০১৯ সালে ডাকসু ভিপি নির্বাচিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া আসি। সেসময় যুবলীগ ও ছাত্রলীগ রাস্তায় ট্রেন থামিয়ে দিয়েছিল। তারা আমাদেরকে প্রোগাম করতে দিবে না। আমাকে গাড়ি বা হেলিকপ্টারে পাঠিয়ে দিতে বলে প্রশাসন। কিন্তু আমরা অবিচল ছিলাম। যে রেস্টুরেন্টে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটিতে তালা দেখতে পেয়ে বাইরে আয়োজন করি।’
গণ অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। সমাবেশে জেলায় ছয়টি সংসদীয় আসনে দলের প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও সেটি করেননি নুরুল হক। বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘সার্বিক অবস্থা বুঝে আমরা আরেকটু সময় নিয়ে সব আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করব।’
ইউটি/টিএ