নালিতাবাড়ীতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করায় হযরত আলী নামে এক ফল ব্যবসায়ীকে পুলিশে হাতে তুলে দিয়েছে জনতা।
শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার নন্নী বাজার মাকার্জ মসজিদে এ ঘটনা ঘটে।
হযরত আলী উপজেলার নন্নী বাজার এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। সে একজন ফল ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মী।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় হযরত আলী মসজিদের খতিবের হাতে পাঁচশত টাকা দিয়ে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করার জন্য মুসলিদের দাওয়াত দেন। এ সময় মুসলিরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে স্থানীয় ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে আটক করে রাখে। পরে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, হযরত আলী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরীর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত। সে ১৫ বছর যাবৎ নন্নী কৃষি ব্যাংকের সামনে সরকারি জায়গা দখল করে ব্যবসা করে আসছে। তার কর্মকাণ্ডে স্থানীয়রা আগে থেকেই ক্ষিপ্ত ছিল।
হযরত আলী বলেন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে ভালোবাসি। আজ বঙ্গবন্ধুর মৃত্যু দিবস। এজন্য দোয়ার আয়োজন করেছি। এটা যে এত বড় আকার ধারণ করবে বুঝতে পারিনি। এ জন্য আমি ক্ষমা চাই।
ইউটি/টিএ