আলোচনায় নতুন সংবিধান না হলে, রাজপথে নামতে দেরি করব না : আখতার

টেবিলের আলোচনায় নতুন সংবিধান প্রণয়ন না হলে রাজপথে নামতে দেরি করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।      

জুলাই সনদকে কাগুজে বাঘ হিসেবে দেখতে চান না জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেনৈ, বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেম ওয়ার্কের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারই সংস্কার শুরু করবে। 

পরবর্তী সরকার এসে সম্পন্ন করবে। কারণ নতুন সরকার এসে তা পুরোপুরি বাস্তবায়ন করবে, সে আস্থা রাখা যায় না।

আখতার বলেন, জাতীয় ঐকমত্য কমিশন অনেক বিষয়ে একমত হয়েছে। কিন্তু তা বাস্তবায়নের কথা আসায় কমিশন ম্রিয়মাণ হয়ে গেছেন।

আমরা মনে করি, কমিশন একটি বা দুটি দলের সঙ্গে আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেনি।

তিনি বলেন, জুলাই ঘোষণাও অপূর্ণাঙ্গ। ঘোষণাপত্রে সংস্কার করা সংবিধানের আলোকে নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে গেছেন প্রধান উপদেষ্টা।

অথচ দেশের মানুষ নতুন সংবিধান চায়। যখন মানুষ শাসনতান্ত্রিক পরিবর্তন চায়, তখনই নতুন সংবিধানের প্রয়োজন হয়। আমাদের হাজারও ভাই শহীদ হয়েছেন। আমাদের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত চায়। যদি টেবিলের আলোচনায় নতুন সংবিধান না হয়, আমরা রাজপথে নামতে দেরি করবো না।

কারণ অতীতে আমাদের সংবিধান অনেক কাটাছেঁড়া করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, পুরোনো নিয়ম ভেঙে গণপরিষদ নির্বাচনের দাবিতে সবাইকে এক হতে হবে।

তিনি আরো বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানালে অনেকে বলেন—আমরা জাতীয় নির্বাচন পেছাতে চাই। আমরা মনে করি, নির্বাচন যেকোনও সময় হতে পারে। তবে সেটা যেন পুরানো ব্যবস্থা টিকিয়ে রেখে না হয়। নতুন ব্যবস্থায় নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। বিগত হাসিনার সরকারের আমলে সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন করেছে। অতীতে বিএনপিও এ পথে হেঁটেছে। একটি পক্ষ আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে।

এসময় আরও বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, আরিফ সোহেল প্রমুখ।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
বেসরকারি স্কুলগুলো শিক্ষাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে : আমিনুল হক Aug 16, 2025
‘যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের একটারেও ছাড়তেছি না’ Aug 16, 2025
শ্রীকৃষ্ণের মূল্যবোধ নিয়ে সেনাপ্রধানের বিশেষ বক্তৃতা! Aug 16, 2025
img
কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট, জুলাই সনদের খসড়ায় আরো যা আছে Aug 16, 2025
img
'শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর ছিলাম, রুক্মিণীর সঙ্গে ১২ বছর ধরে আছি' Aug 16, 2025
img
হাসিনার সংবিধানে নির্বাচন হলে সবাই রাষ্ট্রদ্রোহী বিবেচিত হতে পারে: ফরহাদ মজহার Aug 16, 2025
img
চিকিৎসকদের প্রতি আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ Aug 16, 2025
img
ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু Aug 16, 2025
img
আওয়ামী লীগ নির্বাচনকে ধর্ষণ করেছে : আব্দুন নূর তুষার Aug 16, 2025
img
নিজের ইচ্ছাতে নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি : প্রধান উপদেষ্টা Aug 16, 2025
img
ইনজুরিতে ঋতুপর্ণা, জয়হীন পারো এফসি Aug 16, 2025
img
নতুন বাংলাদেশ গড়তে হয়, তবে কোনো বিভাজন করা যাবে না : আমীর খসরু Aug 16, 2025
সুরের জাদুকরের জন্মদিনে ‘চলো বদলে যাই’ গানের গল্প Aug 16, 2025
আসন বণ্টন থেকে জোট সম্প্রসারণ, তুঙ্গে রাজনৈতিক দরকষাকষি Aug 16, 2025
অযথা টেস্ট বন্ধে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের Aug 16, 2025
img
সুযোগ পেলে শেখ হাসিনা আরও মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতো : এ্যানি Aug 16, 2025
img
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করল কুন্দে Aug 16, 2025
img
গার্দিওলাকে ক্লাব ছাড়া নিয়ে কিছুই বলেননি সাভিনিয়ো ও এডারসন Aug 16, 2025
img
বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি : রেজা কিবরিয়া Aug 16, 2025
img
শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না : কাদের সিদ্দিকী Aug 16, 2025