এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য সুখবর!

ভারতের মাটিতে এবারের এশিয়া কাপ আসর বসার কথা থাকলেও, সেটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবিতে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর মহাদেশীয় এই প্রতিযোগিতা চলবে। আসন্ন টুর্নামেন্টটির আগে বেশ কয়েকজন ক্রিকেটারের চোট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত। এর মধ্যে অন্যতম টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাকে নিয়ে এবার স্বস্তির খবর মিলেছে।

এশিয়া কাপের দল ঘোষণার আগে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সূর্যকুমার। গত জুন মাসে জার্মানির মিউনিখে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন এবং এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। কয়েকদিন আগে পর্যন্ত সূর্য সিওই-তে পুনর্বাসন কর্মসূচিতে ছিলেন এবং এখন তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয়েছে। তিনি ভারতের স্কোয়াড নির্বাচনেও উপস্থিত থাকবেন।’
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত। গ্রুপে তাদের অপর দুই সঙ্গী স্বাগতিক আরব আমিরাত ও ওমান। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। আসন্ন টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী মঙ্গলবার মুম্বাইয়ে ভারতেরও দল ঘোষণা কথা রয়েছে।



গত জুনে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর নিজের ইনস্টাগ্রামে সূর্যকুমার লিখেছিলেন, ‘লাইফ আপডেট : ডান দিকের নিচের পেটের স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচার করালাম। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমি দ্রুত সেরে ওঠার পথে আছি। মাঠে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ আইপিএল ও মুম্বাই টি-টোয়েন্টি লিগ খেলার পর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন। গত বছরও একই স্থানে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। এ ছাড়া ২০২৩ সালে গোড়ালিরও অস্ত্রোপচার হয়েছিল সূর্যের।

টি-টোয়েন্টি অধিনায়কের সেরে ওঠা নিঃসন্দেহে ভারতের জন্য বড় সুখবর বটে। সর্বশেষ আইপিএলে মুম্বাইয়ের এই তারকা দুর্দান্ত ফর্মে ছিলেন। ৭১৭ রান করে তিনি শচীন টেন্ডুলকারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক মৌসুমে করেছেন ছয়শ’র বেশি রান। মৌসুম শেষেও রান তালিকায় সূর্য দ্বিতীয় স্থানে ছিলেন, সামনে ছিলেন শুধুমাত্র গুজরাট টাইটান্সের সাই সুদর্শন (৭৫৯ রান)। পরবর্তীতে আইপিএলের সেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে সূর্যের হাতে।

এদিকে, জাসপ্রিত বুমরাহ ও ইংল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়া ঋষভ পান্তের এশিয়া কাপ খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতীয় প্রধান তারকা পেসার অবশ্য নিজ থেকে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। এ ছাড়া ইংলিশ ভূমিতে টেস্টে স্মরণীয় সিরিজ কাটানো ফরম্যাটটির অধিনায়ক শুভমান গিলও স্কোয়াডে থাকবেন কি না তা নিয়ে চলছে জল্পনা।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারের সম্মেলন বড় সুযোগ: ড. খলিলুর রহমান Aug 17, 2025
img
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপি শীর্ষ নেতাদের বৈঠক Aug 17, 2025
img
এশিয়া কাপে বাবরকে না রাখার কারণ জানালেন প্রধান কোচ Aug 17, 2025
img
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ Aug 17, 2025
বরিশালে ক্রিকেট বিপ্লবের ছোঁয়া, কোচ প্রশিক্ষণে প্রাণচাঞ্চল্য! Aug 17, 2025
img
গণপিটুনির শিকার সেই রিকশাচালকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Aug 17, 2025
'খেলার মধ্যে কোন ধরনের রাজনীতি আনা যাবেনা Aug 17, 2025
জুনের ১২ দিনের যুদ্ধের চেয়ে ভয়াবহ প্রতিশোধের আভাস দিলো ইরান Aug 17, 2025
img
বার্তা ফাঁসকারীকে খুঁজছে সিএমপি Aug 17, 2025
img
সরকার কারও কথায় কাজ করে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন: রিজওয়ানা হাসান Aug 17, 2025
img
সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত Aug 17, 2025
img
আমি ভীষণ রোমান্টিক মানুষ, এখনও প্রেমে বিশ্বাস করি: মালাইকা Aug 17, 2025
img
জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদেরও হোয়াইট হাউসে ডেকেছেন ট্রাম্প Aug 17, 2025
img
অবসর নেওয়ার পরামর্শে কি বললেন কিং খান ? Aug 17, 2025
img
প্রাথমিকের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বিশেষ রুটিনে পাঠদানের নির্দেশ Aug 17, 2025
img
হাওরে উড়াল সড়কের কাজে আরও গতি আসবে : উপদেষ্টা বিধান রঞ্জন Aug 17, 2025
img
লিখিত আদেশ নেই, যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি Aug 17, 2025
img
পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস বা নীরবতা ছিল: রিজওয়ানা Aug 17, 2025
img
এবার সালমানের ঘনিষ্ঠ এলভিস যাদবের বাড়িতে হামলা Aug 17, 2025
img
শাহরুখ স্টাইলে এন্ট্রি পুত্র আরিয়ানের, নেটফ্লিক্স শো-র দুর্দান্ত টিজার Aug 17, 2025