সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজহার।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
মুফতি হারুন ইজহার বলেন, দেশের সার্বভৌমত্বে অবিশ্বাসী একদল এটাকে ইস্যু বানিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে।
তিনি আরও বলেন, মূলত ঢাকার কিছু তরুণ আলেম উদ্যোক্তা শনিবার (১৬ আগস্ট) আমার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন। তারা বলেন, পর্যটকদের জন্য উপযুক্ত কোনো জায়গায় একটা মসজিদ দরকার এবং এ বিষয়ে তারা অর্থায়নে আগ্রহী। আমি তাদের এর জন্য সাধুবাদ জানাই।
হেফাজতে ইসলামের নেতা বলেন, আমি মনে করি ইকোপার্ক অংশে মুসলিম পর্যটকদের সুবিধার জন্য ইবাদতখানা নির্মাণে প্রশাসনের সঙ্গে পরামর্শ করে একটা উদ্যোগ নেয়া যায়। কিন্তু বাস্তব ঘটনার বিপরীতে একটি মহল এ বিষয়ে প্রোপাগান্ডা চালিয়ে হিন্দু সমাজকে উসকানি দিয়ে যাচ্ছে।
ভুল তথ্য প্রচার করে ধর্মীয় উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি প্রসিদ্ধ পর্বত। এটি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং একই সাথে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এফপি/ এসএন