'রোহিত তোমাকে আরও ৫ বছর আমাদের দরকার, ফিটনেসে মন দাও', বললেন যুবরাজের বাবা

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত। কিন্তু ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে আন্তর্জাতিক ক্যালেন্ডারে গুরুত্ব হারানোয় সামনের দিনগুলোয় আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা যাবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে নিয়মিত খেলার বাইরে থাকায় এই ক্রিকেটার আদৌ ফিটনেস ধরে রাখতে পারবেন কি–না তা নিয়ে সন্দিহান ভারতের টিম ম্যানেজমেন্ট। 

বয়স হয়ে গেছে ৩৮। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে রোহিত শর্মার বয়স হয়ে যাবে ৪০। এমনিতেই ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় কম খেলে রোহিত-কোহলির মতো বর্ষীয়ান খেলোয়াড়রা ফিটনেস কতোটুকু ধরে রাখতে পারবেন তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। এমনকি টিম ম্যানেজমেন্ট রোহিতদের অবসরের ভাবনা জানতে চায় বলে গুঞ্জনও আছে।

কিন্তু, এমন পরিস্থিতিতে 'হিটম্যান' রোহিতের পক্ষে এবার ব্যাট ধরেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যোগরাজ সিং। সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ ভারতের ক্রিকেটে পরিচিত স্পষ্টভাষী হিসেবে। এবারও ব্যতিক্রম হয়নি, রোহিতের পক্ষ নিয়েছেন তিনি জোরালোভাবেই।

ভারতের ওয়ানডে অধিনায়কের ক্লাস ও দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন যোগরাজ।

যোগরাজের বিশ্বাস, ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ঠেলে দিতে পারলে রোহিতের সামনে এখনও অনেক কিছু দেওয়ার সুযোগ আছে।

রোহিত সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৮৩ বলে ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস খেলে ভারতকে শিরোপা এনে দেন। সেই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও যায় তার দখলে।



যোগরাজের মতে, সেই ইনিংসই প্রমাণ করে রোহিত এখনও ওয়ানডে ক্রিকেটে অদ্বিতীয়। নিউজ১৮ ক্রিকেটনেক্সটকে এই সাবেক ক্রিকেটার বলেন, 'যার ব্যাপারে এত মানুষ বাজে কথা বলে, সেই রোহিত শর্মা... আমি সেদিনই বলেছিলাম, রোহিত হবে সেই ব্যক্তি, আমাদের ম্যাচ উইনার।

যেভাবে সে ব্যাট করেছে, তার ব্যাটিং এক পাশে, আর পুরো দলের ব্যাটিং অন্য পাশে। তার ইনিংস একদিকে, আর বাকি দুনিয়া অন্যদিকে। এটাই তার ক্লাস। বলা যায়, রোহিত, তোমাকে আরও পাঁচ বছর আমাদের দরকার। দেশকে আরও কিছু দাও, ফিটনেসে মন দাও। প্রতিদিন সকালে তাকে (রোহিত) ১০ কিলোমিটার দৌড় করানো উচিত। যদি সে চায়, তাহলে ৪৫ বছর বয়স পর্যন্ত খেলতে পারবে।’

কখনও মুখে লাগাম না টানা যোগরাজ এবারও সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। বিশেষ করে যারা রোহিতের ফিটনেস বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে অথচ নিজেরা কখনও উচ্চস্তরের ক্রিকেট খেলেননি। যোগরাজ বলেন, 'আমি বিশ্বাস করি আপনাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে; যত বেশি খেলবেন, তত বেশি ফিট থাকবেন। ফাইনালে ম্যাচসেরা কে হয়েছিল? রোহিত শর্মা। তাহলে এমন বিষয় নিয়ে কথা বলুন, যেটা আপনি জানেন। তার খেলা আর ফিটনেস নিয়ে কথা বলবেন কেবল তখনই যদি আপনি কোনো পর্যায়ে খেলেছেন। লজ্জা হয় না এসব কথা বলতে?' 

যদিও রোহিতের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত ও বিরাট কোহলি দুজনই ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। এর পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে বিসিসিআই'র নতুন নীতি, যেখানে আন্তর্জাতিক তারকাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট, যেমন: বিজয় হাজারে ট্রফিতে খেলতে হতে পারে।

তবে, আপাতত রোহিত শর্মাই ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এমআর/এসএন   

Share this news on:

সর্বশেষ

img
যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি Aug 18, 2025
img
নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ Aug 17, 2025
img
উপদেষ্টা ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন Aug 17, 2025
প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন এবং একটি নিরাপদ “সেফ এক্সিট” খুঁজছেন : শওকত মাহমুদ Aug 17, 2025
মহাকাশে পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটের যাত্রা শুরু Aug 17, 2025
ভারতের মাথায় আটকে গেলো সেই ৫০ শতাংশ মার্কিন শুল্ক Aug 17, 2025
দুই দিনের বন্যায় পাকিস্তানে নিহত ৩৫১ জন Aug 17, 2025
img
বিশ্বজুড়ে ঝড় তুলেও প্রত্যাশা পূরণে হোঁচট খেলো কুলি Aug 17, 2025
img
মির্জাপুর সিনেমায় নতুন চমক, কাস্টে জিতেন্দ্র কুমার ও রবি কিশান Aug 17, 2025
img
প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন শ্রুতি-আরাত্রিকা, নায়ক হবে কে? Aug 17, 2025
img
ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি Aug 17, 2025
img
বিতর্কের অবসান, এসরাজ শিল্পীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষী Aug 17, 2025
img
মেঘালয়ে গণপিটুনিতে নিহত বাংলাদেশির মরদেহ ১১ দিন পর হস্তান্তর Aug 17, 2025
img
অক্ষয়ের খোলামেলা স্বীকারোক্তি, বলিউডে সেরা বন্ধু জন Aug 17, 2025
img
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে সিএফসি সিজন-১ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন Aug 17, 2025
নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে -বিএনপি নেতা আলাল Aug 17, 2025
পারমাণবিক যুগে দুই দেশের সংলাপের গুরুত্ব Aug 17, 2025
img
উচ্চশিক্ষায় উন্নতির লক্ষ্যে চায়নার আদলে নতুন প্রোগ্রাম চালুর প্রস্তাব মির্জা গালিবের Aug 17, 2025
নির্ভয়ে শাঁখা সিঁদুর পরে ভোট দিতে যাবেন: নাসিমুল গণি Aug 17, 2025
img
একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে : রুমিন ফারহানা Aug 17, 2025