ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারের দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে, এদের গ্রেফতার ও বিচার করা হচ্ছে না। এর দায় এ ইউনূস সরকারকে নিতে হবে।
রোববার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ ভাষানটেক থানার আওতাধীন ৯৫নং ওয়ার্ড ও ক্যান্টেনমেন্ট বোর্ডের বিআরবি মাঠে কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
স্বৈরাচারের দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে, এদের গ্রেফতার করা হচ্ছে না, বিচার করা হচ্ছে না এর দায় ইউনূস সরকারকে নিতে হবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করছে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তাদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
আকরাম আহমেদ আরও বলেন, গতবছরের জুলাই-আগস্ট আন্দোলনে আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম। কিন্তু এরমধ্যে কিছু ছাত্রভাই নতুন দলের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু ছাত্রভাই জামায়াতের সাথে গিয়েছেন। আমরা প্রথমে ভেবেছিলাম তারা হয়তো রাজনীতির অন্য ধারা বেছে নিয়েছেন। তাই তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলনের গণঅবস্থানকে ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন।
তিনি আরও বলেন, গত আগস্টের আগে আমরা একসাথে রাজপথে ছিলাম। কিন্তু আমরা আমাদের সংগঠনের সাথেই রয়েছি। অথচ কতিপয় ব্যক্তি নতুন দলে গিয়ে এখন দামি দামি গাড়িতে চড়ছে। আমরা আমাদের আদর্শের রাজনীতিকেই বেছে নিয়েছি। নতুন দলের পরিচয় এখন শুধু মাফিয়াতন্ত্র আর চাঁদাবাজি।
এমআর/এসএন