ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিওচিত্র আছে, দাবি করল পাকিস্তান

ভারত ও পাকিস্তানের গত মে মাসের সামরিক সংঘাতের সময় গুলি করে ভূপাতিত করা ভারতীয় ছয়টি যুদ্ধবিমানের ভিডিওচিত্র ইসলামাবাদের কাছে আছে। ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও পাকিস্তানের হাতে থাকার এই দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। রোববার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোহসিক নাকভি বলেছেন, গত মে মাসে দুই দেশের সামরিক সংঘর্ষের সময় ভারতীয় বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এসব বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে।

গত মে মাসে ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগাম হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা অভিযোগ তুলে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে।

দুই দেশের এই সামরিক সংঘাতের সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, সংঘাতের সময় ভারতের সামরিক বাহিনীর বহরে থাকা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। ভারতের সেনাপ্রধানও পাকিস্তানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছেন। তবে ছয়টি যুদ্ধবিমান হারানোর কথা অস্বীকার করেছেন তিনি।

রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নাকভি বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সংশ্লিষ্ট এবং অনেক তথ্য সম্পর্কে অবগত ছিলেন।

তিনি বলেন, ‌‌গত দেড় মাসে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও সরকার সবাই প্রশংসিত হয়েছে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ করেছে। ভারতের পরিকল্পনা আগে থেকেই আমাদের জানা ছিল—তারা কী করবে, কোন বিমান ব্যবহার করবে। গোয়েন্দা সংস্থার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারা সামনে আসে না। আমাদের তাদের স্বীকৃতি দিতে হবে।

নাকভি বলেন, ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পর প্রমাণ ছাড়া তা ঘোষণা না করার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, আমাদের কাছে রাডারের তথ্য থাকলেও মাঠপর্যায়ের প্রমাণ দরকার ছিল। কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকটি বিমান ভূপাতিত হওয়ার ভিডিওচিত্র পেয়ে যাই। আমাদের কাছে সেই ফুটেজ রয়েছে।

তিনি বলেন, দুটি ঘটনায় সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি ঘাঁটিতে আঘাত হানে। তবে সেগুলোর একটিও লক্ষ্যভেদ করতে পারেনি।

কিছু সীমান্তের ভেতরে পড়েছে, কিছু বাইরে গিয়ে বিস্ফোরিত হয়েছে।

দেশটির এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, তখন সেগুলো সামরিক স্থাপনা নিশানা করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়। আমরা তাদের অন্যতম বৃহৎ জ্বালানি ডিপো ধ্বংস করেছি। তবে কোনও বেসামরিক হতাহত হয়নি।

তখনই বুঝেছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করছেন।

তিনি বলেন, রাওয়ালপিন্ডির কাছের নূর খান বিমানঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হলেও কোনও ক্ষতি হয়নি। কেবল একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়, যেখানে একজন বিমানবাহিনীর সদস্য নিহত হন।

গত ৬-৭ মে রাতে পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায় ভারত। এই হামলায় দেশটিতে অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হন। এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তবে তিনি কোন পক্ষের বিমান ধ্বংস হয়েছিল, তা স্পষ্ট করেননি তিনি।

সূত্র: ডন।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img

সিনেটর খুররম জিশান

‘আমাদের নিশ্চিত করা হয়েছে ইমরান খান বেঁচে আছেন’ Dec 01, 2025
img
সাধারণ ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান Dec 01, 2025
img

প্লট বরাদ্দে জালিয়াতি

হাসিনা-রেহানা-টিউলিপের রায় পড়া শুরু Dec 01, 2025
img
দেশের রাজনীতি এক অদ্ভুত দ্বিধাবিভক্ত বাস্তবতায় দাঁড়িয়ে : জিল্লুর রহমান Dec 01, 2025
img
সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু আজ Dec 01, 2025
img
বিএনপিতে যোগ দিয়ে গর্বিত রেজা কিবরিয়া Dec 01, 2025
img
দীপিকা নতুনভাবে রহস্যময় ভূমিকায় হরর কমেডি ইউনিভার্সে Dec 01, 2025
img
ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির দায়ে সেন্ট মার্টিনগামী জাহাজকে জরিমানা Dec 01, 2025
img
আদনান সামির অবিশ্বাস্য ওজন কমানোর গল্প Dec 01, 2025
img
বিশ্বকাপে অংশ নিতে মালদ্বীপ গেল বাংলাদেশ Dec 01, 2025
img
সহকারী সচিব পদে ২২ কর্মকর্তার পদোন্নতি Dec 01, 2025
img
কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ Dec 01, 2025
img
চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া Dec 01, 2025
img
খালেদা জিয়ার জন্য সারা দেশ কাঁদছে : সরওয়ার আলমগীর Dec 01, 2025
img
'পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ১ লাখ ১৫ হাজার Dec 01, 2025
img
যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সতর্কবার্তা Dec 01, 2025
img
অবসর ভেঙে টেস্টে ফেরার গুঞ্জনে কোহলির মন্তব্য Dec 01, 2025
img
তিন মাসের মধ্যেই দায়িত্ব বুঝিয়ে দিতে পারবে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা Dec 01, 2025
img
স্কুলে ভর্তির ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর Dec 01, 2025
img
খুব বেশি প্রত্যাশা করিনি, তবে রোমাঞ্চিত ছিলাম : নাঈম Dec 01, 2025