সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে জায়গা হয়নি আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান ক্রিকেটের অন্যতম দুই স্তম্ভকে বাদ দেয়ায় অনেকেই নাখোশ হলেও এই সিদ্ধান্তকে সাধুবাদও জানাচ্ছেন অনেকেই। অনেকেই তো আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ক্যারিয়ারের শেষও দেখে ফেলচ্ছেন।
এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না হওয়ায় পাকিস্তান জাতীয় দলের সবচেয়ে বড় তারকা বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট 'তানভীর সেইস'–এ তিনি লিখেছেন, 'বাবর আজম ও রিজওয়ানের কাছে আমার অনুরোধ—যদি মনে করেন আপনাদের সম্মান অক্ষুণ্ণ নেই, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভেবে দেখুন। আমাদের সামনে বিরাট কোহলির উদাহরণ আছে। সম্মান আপনাদের হাতেই।'
৪৬ বছর বয়সী এই সাবেক পেসার দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে ওপেনার ফখর জামানের প্রসঙ্গ উল্লেখ করেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি ফখর। অথচ তাকে এই দলে রাখা হয়েছে।
এ ব্যাপারে নির্বাচকদের উদ্দেশে তানভীরের প্রশ্ন, 'ফখর জামানকে কি জোর করে দলে ঢোকানো হলো, নাকি বাবর আজমকে বাদ দেওয়ার জন্যই তাকে রাখা হলো? ফখর কীভাবে দলে এলো?'
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে । শারজাহতে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হবে এই ত্রিদেশীয় সিরিজ। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে সালমান আলী আঘা থাকছেন অধিনায়ক হিসেবে। স্কোয়াডে আছেন সিনিয়র ক্রিকেটার ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। তরুণ প্রতিভাবান সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাতও সুযোগ পেয়েছেন।
স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন–মোহাম্মদ নবী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হাসান আলী ও হাসান নেওয়াজ। এছাড়া সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকীমও দলে জায়গা পেয়েছেন।
দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাদা বলে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন বলেন, 'বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের কারণে আমরা সালমান মির্জাকে রেখেছি। তিনি ওই সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন, তিন ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন ৫.২১ ইকোনমিতে।'
উল্লেখ্য, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে পাকিস্তানের হয়ে টি-২০ ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।