বাবর-রিজওয়ানকে অবসর নেয়ার আহ্বান পাকিস্তানের সাবেক ক্রিকেটারের

সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে জায়গা হয়নি আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান ক্রিকেটের অন্যতম দুই স্তম্ভকে বাদ দেয়ায় অনেকেই নাখোশ হলেও এই সিদ্ধান্তকে সাধুবাদও জানাচ্ছেন অনেকেই। অনেকেই তো আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ক্যারিয়ারের শেষও দেখে ফেলচ্ছেন।

এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না হওয়ায় পাকিস্তান জাতীয় দলের সবচেয়ে বড় তারকা বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট 'তানভীর সেইস'–এ তিনি লিখেছেন, 'বাবর আজম ও রিজওয়ানের কাছে আমার অনুরোধ—যদি মনে করেন আপনাদের সম্মান অক্ষুণ্ণ নেই, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভেবে দেখুন। আমাদের সামনে বিরাট কোহলির উদাহরণ আছে। সম্মান আপনাদের হাতেই।' 



৪৬ বছর বয়সী এই সাবেক পেসার দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে ওপেনার ফখর জামানের প্রসঙ্গ উল্লেখ করেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি ফখর। অথচ তাকে এই দলে রাখা হয়েছে।

এ ব্যাপারে নির্বাচকদের উদ্দেশে তানভীরের প্রশ্ন, 'ফখর জামানকে কি জোর করে দলে ঢোকানো হলো, নাকি বাবর আজমকে বাদ দেওয়ার জন্যই তাকে রাখা হলো? ফখর কীভাবে দলে এলো?'

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে । শারজাহতে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হবে এই ত্রিদেশীয় সিরিজ। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে সালমান আলী আঘা থাকছেন অধিনায়ক হিসেবে। স্কোয়াডে আছেন সিনিয়র ক্রিকেটার ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। তরুণ প্রতিভাবান সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাতও সুযোগ পেয়েছেন।


স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন–মোহাম্মদ নবী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হাসান আলী ও হাসান নেওয়াজ। এছাড়া সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকীমও দলে জায়গা পেয়েছেন। 

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাদা বলে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন বলেন, 'বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের কারণে আমরা সালমান মির্জাকে রেখেছি। তিনি ওই সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন, তিন ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন ৫.২১ ইকোনমিতে।'

উল্লেখ্য, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে পাকিস্তানের হয়ে টি-২০ ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবি শিক্ষার্থী শিফা Aug 18, 2025
img
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে: তারেক রহমান Aug 18, 2025
img
এস আলমের চেয়ারম্যান মাসুদসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা Aug 18, 2025
ধারাভাষ্যে না দেখা যাওয়ার আসল কারণ জানালেন ইরফান পাঠান Aug 18, 2025
পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক; বাবর-রিজওয়ানকে অবসরে যেতে বললেন! Aug 18, 2025
জাবি ছাত্রদলের দুপক্ষের মধ্যে উত্তেজনা, কারন কি? Aug 18, 2025
গণপরিষদ নির্বাচন নিয়ে যা বললেন এনসিপি নেতা আখতার Aug 18, 2025
স্বৈরাচারের পুনর্জাগরণকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি Aug 18, 2025
ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ নয় দাবী :জেলেনস্কির Aug 18, 2025
ইসরাইলি কমান্ড সেন্টারে মর্টারশেলের বৃষ্টি রালো আল কাসাম যোদ্ধারা Aug 18, 2025
দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দিলে শান্তি চুক্তিতে যেতে রাজি রাশিয়া Aug 18, 2025
ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের সব ধরনের ভিজিট ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র Aug 18, 2025
দনবাস ছাড়লে যুদ্ধ থামাবে রাশিয়া, শর্ত পুতিনের Aug 18, 2025
সব মিশন, কনস্যুলেট থেকে রাষ্ট্রপতির ছবি সরানো কিসের ইঙ্গিত? Aug 18, 2025
'প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে' Aug 18, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলার দুঃসাহস কে দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে, প্রশ্ন তাজ হাসমীর Aug 18, 2025
img
৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন Aug 18, 2025
img
কর্মকর্তারা কোনো দলের লেজুড়বৃত্তি করবে না: স্বরাষ্ট্র উপদষ্টো Aug 18, 2025
img
কিছু মানুষের ‍লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে: প্রধান উপদেষ্টা Aug 18, 2025
img
পিআর ছাড়া গতিশীল হবে না সংসদ: খেলাফত মজলিস Aug 18, 2025