দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক হিলি স্থলবন্দর প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ওই ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এদিকে পেঁয়াজ আমদানির খবরে বাজারে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। দুদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। দুই দিন আগে যেখানে কেজিপ্রতি ৭৫ টাকায় বিক্রি হয়েছে, সেখানে এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
রোববার রাতে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়।
আমদানিকারক নুর ইসলাম বলেন, ৩০ মেট্রিক টন করে অনুমতি দেওয়া আসলে খুবই সীমিত। এটি একটি ভারতীয় ট্রাকের সমান। আগে একেকবারে ২ হাজার থেকে ৫ হাজার টন পর্যন্ত আমদানির অনুমতি দেওয়া হতো। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ গত ৩ মার্চ এ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।
স্থানীয় পাইকারি ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, আমদানির খবর বাজারে এলে দাম দ্রুত কমতে শুরু করে। আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে বলে আশা করছি।
খুচরা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আগে ৭৫ টাকা কেজি দরে কিনতে হয়েছে। এখন ৬৫ টাকায় পাইকারি বাজার থেকে পাওয়া যাচ্ছে। এতে বিক্রি বেড়েছে।
পেঁয়াজ কিনতে আসা নুরজাহান বেগম বলেন, গত সপ্তাহে আধা কেজি কিনেছিলাম ৩৮ টাকায়। আজকে ৩২ টাকায় পেয়েছি। দাম আরেকটু কমলে আমাদের জন্য ভালো হবে।
ইউটি/টিএ