ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই ছিল উত্তেজনায় ভরা। তবে মাঝেমধ্যেই মাঠের লড়াই চলে আসত মাঠের বাইরেও। সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এবার জানালেন এক চমকপ্রদ ঘটনা। তিনি জানালেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে তার তীব্র বাকযুদ্ধের কথা।
ইরফান ২০০৬ সালে পাকিস্তান সফরের সময়কার এক ঘটনার কথা তুলে ধরেন, যখন দুই দলের খেলোয়াড়েরা একই ফ্লাইটে করাচি থেকে লাহোর যাচ্ছিলেন। সেসময় ২২ বছরের ইরফান বলেন, পাকিস্তানের তারকা শহিদ আফ্রিদি আচমকাই এসে তার চুল এলোমেলো করে দিয়ে বলেন, ‘কেমন আছো বাবু? তুমি আমার বাপ হলে কবে থেকে?’ যা ইরফানের কাছে অপমানজনক মনে হয়েছিল।
জবাবে ইরফান পাশে বসা আব্দুল রাজ্জাককে জিজ্ঞেস করেন, ‘পাকিস্তানে কুকুরের মাংস পাওয়া যায়?" রাজ্জাক অবাক হয়ে কারণ জানতে চাইলে ইরফান বলেন, "আফ্রিদি তো কুকুরের মাংস খেয়েছে, তাই তো এত ঘেউ ঘেউ করছে!’
ইরফান দাবি করেন, আফ্রিদি এরপর পুরো ফ্লাইটে চুপ করে ছিলেন এবং এরপর আর কখনও তাকে নিয়ে খোঁচা দেননি। সাবেক এই ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘সে বুঝে গিয়েছিল, কথার লড়াইয়ে আমাকে হারানো যাবে না।’
এই ঘটনা ক্রিকেট মাঠের বাইরের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়দের ভিন্ন এক সম্পর্কেরই প্রতিচ্ছবি।
ইউটি/টিএ