অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে আজ স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও লাল-সবুজ শিবির জয়ের লক্ষ্যেই নামছে মাঠে। দুর্বলতা কাটিয়ে শক্তির জায়গা খুঁজে বের করাই এখন কোচ সাইফুল বারী টিটুর মূল পরিকল্পনা। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচ।
গতকাল বাহরাইনের তীব্র গরমেও থেমে ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কন্ডিশনিং ক্যাম্প। তৃতীয় দিনের মতো অনুশীলন সারে লাল-সবুজের প্রতিনিধিরা। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতিতে কোনো ঘটতি রাখতে চান না পিয়াস নোভারা। যার অংশ হিসেবে এই ম্যাচ, আরেকটি হবে ২২ আগস্ট।
বাহরাইনের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে আশাবাদী সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও বাহরাইনের বৈরী আবহাওয়া কিছুটা ভুগিয়েছে বাংলাদেশের যুবাদের। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তপু-তানিন সালিকরা। ইনজুরির কারণে এই ম্যাচে আবাহনীর শেখ মোরসালিনকে পাচ্ছেন না কোচ। কোচ বলেছেন, ‘মোরসালিন সম্ভবত খেলবে না। ওর একটু ইনজুরি ছিল, আবাহনীর হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়ে ওই চোট পায়।’
ম্যাচের আগে শিষ্যদের সঙ্গে বিল্ড আপ ফুটবল ও ফিনিশিং নিয়ে কাজ করেছেন সাইফুল বারী। এছাড়া বাহরাইনের হাই প্রেসিং ফুটবলের বিপক্ষে কীভাবে নিজেদের ডিফেন্স সামাল দেবেন আকাই-জায়ানরা, তা নিয়েও হয়েছে বিশেষ সেশন।
ইএ/টিএ