আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে রোববার (১৭ আগস্ট) দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে রাখা হয় নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে, যাকে বড় চমক হিসেবে ধরা হচ্ছে। তবুও এই দল নিয়েই ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী পাকিস্তানের প্রধান নির্বাচক আকিব জাভেদ।
এমনিতেই টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ভালো নয়। ১৩ বারের দেখায় যেখানে ভারত জিতেছে ৯ ম্যাচে, বিপরীতে পাকিস্তানের জয় তিনটিতে। একটি ম্যাচ টাই হয়েছে।
১৪ সেপ্টেম্বর পাকিস্তান গ্রুপপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচে পাকিস্তানের পক্ষে বাজি ধরছেন আকিব জাভেদ। তার দৃঢ় বিশ্বাস, আসন্ন এশিয়া কাপে ভারতকে হারাবে তার দল।
আকিব জাভেদ বলেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি দল ভারতকে হারাতে পারে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ সবসময় বড় কিছু। এই ১৭ জনের স্কোয়াড যেকোনো দলকে হারাতে পারে। তাদের ওপর চাপ তৈরি করা উচিত নয় আমাদের। কিন্তু এই দল নিয়ে আমার উচ্চ আশা।’
এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। তবে টি-টোয়েন্টিতে এই দুজনের প্রত্যাবর্তনের সুযোগ আছে বললেন বলেও জানান তিনি। গত বছর ডিসেম্বরে শেষবার টি-টোয়েন্টি খেলতে দেখা গিয়েছিল দুজনকে। তাদের দরজা পুরোপুরি বন্ধ হয়নি বললেন জাভেদ।
তিনি বললেন, ‘আমরা তাদের একেবারে বাইরে পাঠিয়েছি তা নয়। বর্তমান দল বাছাইয়ে একজন খেলোয়াড়ের উন্নতির প্রতিফলন দেখা গেছে। আমি শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও ফখর জামানের উদাহরণ দিচ্ছি। শাহিবজাদা প্রত্যাবর্তন করেছেন, সাইম শুরুতে ধুঁকলেও পরে ছাপ রেখেছে। আপনি কোনও খেলোয়াড়ের ক্যারিয়ার থামাতে পারেন না, সুযোগ সবসময় থাকছে। এখন তারা বিগ ব্যাশ ও পিএসএলের মতো লিগগুলোতে অভিজ্ঞতা অর্জন করছে। যে কেউ পারফর্ম করলে খেলবে এবং আর যারা পারফর্ম করে তারাই খেলার যোগ্যতা রাখে।’
ইএ/টিএ