ত্রিনবাগো নাইট রাইডার্সে (টিকেআর) দুর্দান্তভাবে ফিরলেন কলিন মুনরো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম ম্যাচেই খেললেন রেকর্ড ইনিংস, মাত্র ৫৭ বলে ১২০ রান। টিকেআরের হয়ে কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার ঝোড়ো ব্যাটিংয়ে দল তোলে ২৩১ রানের পাহাড়।
জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস শেষ পর্যন্ত লড়াই করলেও ১২ রানে হেরে যায়।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মুনরো চার বছর পর পেলেন টি-টোয়েন্টি সেঞ্চুরি। ১৪ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসে ম্যাচ শেষের উদযাপনও ছিল স্মরণীয়, ব্যাট ছুড়ে ফেলে দু’হাত উঁচিয়ে ঘুষি মেরে আনন্দ প্রকাশ করেন তিনি। সর্বশেষ সিপিএলে তিনি খেলেছিলেন ২০২২ সালে সেন্ট লুসিয়া কিংসের হয়ে।
তখন ছয় ম্যাচে করেছিলেন ১৭২ রান, অথচ এবার এক ইনিংসেই করলেন ১২০ রান।
অ্যালেক্স হেলস (২৭ বলে ৪৭) মুনরোকে সঙ্গ দিয়ে টিকেআরকে এনে দেন দারুণ সূচনা। মাত্র ৪৭ বলেই দল স্পর্শ করে শতরান। শেষ পর্যন্ত ২৩১ রানে ইনিংস শেষ করে টিকেআর, যা তাদের সিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।
প্যাট্রিয়টসের হয়ে কাইল মায়ার্স ও আন্দ্রে ফ্লেচার প্রথম উইকেটে ৭.২ ওভারে ৮০ রান তুললেও স্পিন আক্রমণে ব্যাহত হয় রানের গতি। আকিল হোসেন ১ উইকেট নেন ২৫ রান দিয়ে, আর উসমান তারিক নেন ৪ উইকেট ৩৩ রানে।
শেষ দিকে অধিনায়ক জেসন হোল্ডারের (২২ বলে ৪৪) ব্যাটে জয়ের আশা জাগালেও কাজ হয়নি। শেষ ওভারে দরকার ছিল ৪৩ রান। নাটকীয় ওভারে ওঠে ৩০ রান, কিন্তু জয় ধরা দেয়নি।
শেষ পর্যন্ত মুনরোর রেকর্ড ইনিংসেই জয়ে মাতে টিকেআর শিবির।
টিকে/