ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ ম্যাক্সওয়েল, ওয়ানডেতে হতে পারে অভিষেক

দীর্ঘদিন থকেই তাকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছিল। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময়ই তাকে কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করে ‘বেবি এবি’ ডাকা শুরু হয়। ২০২৩ সালে জাতীয় দলেও অভিষেক হয়ে যায় দেভাল্ড ব্রেভিসের। কিন্তু আলো ছড়াতে ব্যর্থ হওয়ায় বাদও পড়ে যান। সেই ব্রেভিস দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন দুর্দান্ত এক ব্যাটার হয়ে। দিনকয়েক আগে বনে গেছেন দক্ষিণ আফ্রিকার পক্ষে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান।

দেভাল্ড ব্রেভিস যে নিজের দিনে দুনিয়ার সেরা বোলিং আক্রমণও তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, তার প্রমাণ দিনকয়েক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পাদের পিটিয়ে হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্রুততম সেঞ্চুরি। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে গেলেও ব্রেভিস পেয়েছিলেন অর্ধশতকের দেখা।

২২ বছর বয়সী ব্রেভিসের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় ব্রেভিসের ‘বেবি এবি’ নামকে যথার্থই মনে করছেন। এই ট্যাগ যেমন প্রশংসনীয়, তেমনি অনেক সময় চাপও তৈরি করে বলে সতর্ক করেছেন ম্যাক্সওয়েল।



অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে এই অজি অলরাউন্ডার বলেন, ‘ক্যারিয়ারের একেবারে শুরুতে ওর কাঁধে বেশ ভারী একটা বোঝা চাপানো হয়েছিল।

সম্ভবত খুব দ্রুতই তাকে দক্ষিণ আফ্রিকার দলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তবে সে ফিরে গিয়ে নিজের খেলা নিয়ে কাজ করেছে এবং এখন দারুণভাবে খেলছে। ওর ব্যাট সুইং খুবই নিখুঁত, একবার শুরু করলে থামানো কঠিন।’

২২ বছর বয়সী ব্রেভিসকে দীর্ঘদিন ধরেই এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করা হয়। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই তার কাঁধে ‘বেবি এবি’ ডাকনামটা জড়িয়ে আছে। সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি বিশ্বজুড়ে নজর কাড়ছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি মাত্র ৫৬ বলে খেলেন অপরাজিত ১২৫ রানের ইনিংস, যাতে ছিল ১২টি চার ও ৮টি ছয়। ২২৩ স্ট্রাইক রেটে খেলা তার ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে ২১৮ রান তুলতে সাহায্য করে এবং ৫৩ রানের জয় এনে দেয়। এই ইনিংসের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে তিনি এক লাফে ৮০ ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছান, অর্জন করেন ক্যারিয়ার সেরা ৬১৪ রেটিং পয়েন্ট।

ব্রেভিসের টি-টোয়েন্টি সুনাম আরও পোক্ত হয় আইপিএল ২০২৫ আসরে। মুম্বাই ইন্ডিয়ান্সে কঠিন সময় কাটানোর পর তিনি ২.২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে (সিএসকে) ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে যোগ দেন । সেখানে ৬ ম্যাচে ২২৫ রান করেন ১৮০ স্ট্রাইক রেটে, যার মধ্যে ছিল দুটি অর্ধশতক, যা তার বিস্ফোরক ব্যাটিং সামর্থ্যের।

এখন পর্যন্ত ব্রেভিস দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি টেস্ট ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। উত্থান পর্বে এবার ব্রেভিস ওয়ানডে ফরম্যাটে অভিষেকের অপেক্ষায়। আর সে জন্য আর খুব একটা অপেক্ষাও করতে হচ্ছে না তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই এই ২২ বছর বয়সীর অভিষেকের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

অভিজ্ঞ ডেভিড মিলারের অনুপস্থিতিতে তার জায়গায় আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) কেয়ার্নসে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে অভিষেক হতে পারে ব্রেভিসের। মিডল অর্ডারে ত্রিস্তান স্ট্যাবস ও উইয়ান মুল্ডারের সঙ্গী হতে পারেন এই ২২ বছর বয়সী।

সোমবার (১৮ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাভুমা বলেন, ‘তরুণদের দেখতে পাওয়াটা সবসময় রোমাঞ্চকর। অবশ্যই এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু ব্রেভিস। সে নিজেকে প্রমাণ করছে এবং দেখাচ্ছে যে সে কী করতে সক্ষম। আমি সত্যিই রোমাঞ্চিত যে ওয়ানডে ফরম্যাটেও সে কী নিয়ে আসতে পারে, তা দেখার জন্য।’

সিরিজের প্রথম ম্যাচে ওপেনিংয়ে সহ-অধিনায়ক এইডেন মার্করামের সঙ্গী হতে পারেন রায়ান রিকেলটন। এরপর বাভুমা, স্ট্যাবস, ব্রেভিস এবং মুল্ডার। সাত নম্বরে থাকছেন করবিন বশ। এই সিরিজ দিয়ে ফিরছেন কেশভ মহারাজ, যিনি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে শেষবার খেলেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর এটিই দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে সিরিজ।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ঝিনাইদহের সাবেক এমপি অপু ২ দিনের রিমান্ডে Aug 18, 2025
img
হরিণের সঙ্গে ধাক্কা, প্রাণ হারালেন রাশিয়ার সাবেক মিস ইউনিভার্স Aug 18, 2025
img
উত্তরায় মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনারসহ ৯ জন Aug 18, 2025
img
ছাত্র আন্দোলনটা গৌণ শক্তি হয়ে গেল: এম এ আজিজ Aug 18, 2025
img
রজনীকান্তের কুলি হিট, পূজার গান বিতর্কিত Aug 18, 2025
img
জামিনে বের হয়ে অপরাধীরা বারবার অপরাধে জড়িয়ে পড়ছে : র‌্যাব Aug 18, 2025
img
হুটহাট প্রেম নয়, বরং ভবিষ্যতের পরিকল্পনা থাকলে তবেই আমি সম্পর্ক নিয়ে ভাববো: সাদিয়া আয়মান Aug 18, 2025
img
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ইনশাআল্লাহ : জাকের আলী Aug 18, 2025
img
সীমানা পুনর্নির্ধারণে ইসির শুনানি শুরু হচ্ছে ২৪ আগস্ট Aug 18, 2025
img
বাংলাদেশ হকি দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ Aug 18, 2025
img
বাসার সবাই অসুস্থ, ফেসবুক পোস্টে পরীমণি Aug 18, 2025
img
বাজে হারে মাঠেই কাঁদলেন নেইমার, বরখাস্ত হলেন কোচ Aug 18, 2025
img
মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর Aug 18, 2025
img
আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা Aug 18, 2025
img
পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে রুল জারি হাইকোর্টের Aug 18, 2025
img
পুতিনের ফাঁদে কি পা দিয়েছেন ট্রাম্প? ইউক্রেনীয় বিশেষজ্ঞদের বার্তা Aug 18, 2025
img
রেকর্ড গড়ছে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনমূল্য Aug 18, 2025
img
রাহুলকে আল্টিমেটাম, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা Aug 18, 2025
img
সাদামাটা ভাবে নিজের জন্মদিন কাটান অভিনেত্রী ববি Aug 18, 2025
img
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দুদকের Aug 18, 2025