সাবেক ভারতীয় ওপেনার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন, ভবিষ্যতে ভারতের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হবেন না মহেন্দ্র সিং ধোনি।
রোববার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে চোপড়া ব্যাখ্যা করেন, ধোনি ক্রিকেট মাঠে দীর্ঘ সময় কাটিয়েছেন, খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বহু বছর চাপের মধ্যে থেকেছেন। তাই আবারও ব্যস্ততম কোচিং সূচির মধ্যে নিজেকে জড়াতে চাইবেন না তিনি।
চোপড়া বলেন, ‘কোচিং আসলেই কঠিন কাজ।
খেলোয়াড় থাকার সময় যতটা ব্যস্ত থাকতে হয়, অনেক সময় কোচিংয়ে তার থেকেও বেশি ব্যস্ত থাকতে হয়। পরিবার আছে, জীবনের অনেকটা সময় স্যুটকেস নিয়ে কাটিয়েছেন। এখন আবার একই জীবন বেছে নেওয়া কঠিন।’
তিনি আরো জোর দিয়ে বলেন, ধোনি সম্ভবত পূর্ণকালীন কোচিংয়ের সময়সাপেক্ষ দায়িত্বের চেয়ে পারিবারিক জীবনকে অগ্রাধিকার দেবেন।
তিনি যোগ করেন, ‘এই কারণেই অনেক খেলোয়াড় কোচিংয়ে আসতে চান না। কেউ আসলেও আইপিএলের মতো স্বল্প মেয়াদী দায়িত্বই নেন। কিন্তু ভারতীয় দলের প্রধান কোচ হওয়া মানে বছরে প্রায় ১০ মাসের অঙ্গীকার। ধোনি এতটা সময় দেবেন, আমি তা ভাবি না।যদি দেনও, তাহলে আমি বিস্মিত হব।’
উল্লেখ্য, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অল্প সময়ের জন্য ভারতীয় দলের মেন্টরের দায়িত্বে ছিলেন ধোনি। সর্বশেষ ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সব ম্যাচ খেলেছেন তিনি এবং রুতুরাজ গায়কোয়াড়ের চোটের পর নেতৃত্বও দেন। এ মৌসুমে ১৩ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৯৬ রান।
ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি।
এফপি/ টিএ