মায়ানমারে আগামী ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন শুরু হবে। ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জান্তা সরকার। ওই দফায় ক্ষমতা দখল করার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চিকে কারাগারে পাঠানো হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে কারারুদ্ধ করার পর এটিই হবে প্রথম ভোট।
মায়ানমারে তখন থেকেই গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে মারাত্মক লড়াই চলছেই। যাদের অনেকেই বলেছেন, তারা তাদের এলাকায় ভোট দেওয়ার অনুমতি দেবেন না।
সেনা সমর্থিত জান্তা সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও মায়ানমারের বিভিন্ন জায়গায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতার কারণে নির্বাচনের পরিকল্পনা পেছাতে হয় তাদের।
এর আগে ২০১৫ সালে অং সান সু চির নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) পার্টি নির্বাচনে বিজয়ী হয়। ওই নির্বাচন ছিল ১৯৯০ সালের পর অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন।
আজ সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৫৫টি দল নির্বাচনের জন্য নিবন্ধন করেছে। তাদের মধ্যে ৯টি দল দেশব্যাপী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে।
মায়ানমারের নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিটি পার্লামেন্টের জন্য বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর (রবিবার) ২০২৫ তারিখে শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’
সূত্র : বিবিসি
এফপি/ টিএ