রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৮ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ খবরের কিছুক্ষণ পরই পুতিনকে ‘মাই ফ্রেন্ড’ সম্বোধন করে তাকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ‘মাই ফ্রেন্ড’ সম্বোধন করতে দেখা গেছে তাকে।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে, ফোনকলের জন্য এবং আলাস্কায় ট্রাম্পের সাথে তার সাম্প্রতিক বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মোদি।
ফেসবুক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন,
ফোন করার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে অন্তর্দৃষ্টি শেয়ার করার জন্য ধন্যবাদ আমার বন্ধু (মাই ফ্রেন্ড), প্রেসিডেন্ট পুতিন।
ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বলেও উল্লেখ করা হয় মোদির পোস্টে।
পাশাপাশি, ইউক্রেন সংকট সমাধানের বিষয়ে সব প্রচেষ্টাকে নয়াদিল্লি সমর্থন করে এবং আগামীতে রাশিয়ার সঙ্গে সম্পর্কের এই ধারাবাহিকতা অব্যাহত বলে আশা প্রকাশ করেন মোদি।
এর আগে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, পুতিনের সঙ্গে ফোনালাপে নরেন্দ্র মোদি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন।
ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে, ভারত এই বিষয়ে তার পূর্ণ সমর্থন দেবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, মোদি এবং পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।
এসএন