ভারতীয় চিকিৎসকের পর এবার থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
রোববার (১৭ আগস্ট) বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের দুই চিকিৎসক নাত্তিপাত জুথাচারোয়েনং ও ল্যান্টম টনভিচিয়েনকে বাংলাদেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বুকিংও বাতিল করতে সিক্স সিজন হোটেল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে বিএমডিসি।
হোটেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বিএমডিসি জানায়, বিএমডিসি আইন ২০১০ অনুযায়ী বাংলাদেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য বিদেশি চিকিৎসকদের সাময়িক নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক। অথচ এ দুই চিকিৎসক বিএমডিসি থেকে কোনো নিবন্ধন নেননি। তাই তাদের কার্যক্রম অবৈধ হিসেবে প্রতীয়মান হবে।
চিঠিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চিকিৎসা কার্যক্রমের তারিখ, স্থানীয় আয়োজকদের নাম বা পরিচয়ও উল্লেখ করা হয়নি, যা অনিয়ম এবং বিভ্রান্তিকর।
এর আগে গত ১৪ আগস্ট ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় সাময়িক নিবন্ধন ছাড়া ভারতীয় এক চিকিৎসকের সেবা কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় বিএমডিসি।
বিএমডিসি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন বলেন, অনুমোদন ছাড়া বিদেশি চিকিৎসকরা বারবার সেমিনারের নামে বাংলাদেশে এসে চিকিৎসা দেন। এবারও একই প্রস্তুতির খবর আমাদের নজরে এসেছে। যদিও তারা দাবি করেছে যে শুধু সেমিনার হবে, কনসালটেশন নয়। তবে অতীতে এ ধরনের দাবি দিয়েও তারা চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন। আইন অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ। তাই বুকিং বাতিল ও কার্যক্রম বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউটি/টিএ