হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপ এবং ন্যাটো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানিয়েছেন তিনি।
“জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করব; কারণ তিনি আমার ফোনকল প্রত্যাশা করছেন”, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন ট্রাম্প।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়েছে ট্রাম্প-জেলেনস্কির পূর্বনির্ধারিত বৈঠক। এর আগে গত শুক্রবার একই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প। তাদের সেই বৈঠকটি হয়েছিল রুশ সীমান্তবর্তী মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার একটি সেনাঘাঁটিতে।
পুতিনের সঙ্গে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্টের কোনো বক্তব্য তাকে হতাশ করেছিল কি না— সাংবাদিকদের এ প্রশ্নে উত্তরে তিনি বলেন, “আমাদের মধ্যে অনেক কথা হয়েছে এবং সেসবের কোনোটিই সরাসরি ছিল না।”
নিকট ভবিষ্যতে পুতিন ও জেলেনস্কির উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চান— উল্লেখ করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে, আবার না ও হতে পারে। যদি সেটি হয়, তাহলে ভালো..আর না হলে সংঘাত চলতে থাকবে। তবে আমার মনে হয়, যদি আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠক করতে পারি, তাহলে এই যুদ্ধ থেমে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে।”
এদিকে ট্রাম্প ও জেলেনস্কির সোমবারের বৈঠক উপলক্ষ্যে হোয়াইট হাউসে এসেছেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র/সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা। স্থানীয় সময় বিকেল ৩টার মধ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ করে তাদের সঙ্গেও আলোচনার টেবিলে বসবেন ট্রাম্প।
সূত্র: বিবিসি,
ইউটি/টিএ