যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়া নিয়ে খেপেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি একে ‘যুদ্ধ উসকে দেওয়ার ইচ্ছার প্রতিফলন’ বলে আখ্যায়িত করেছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সোমবার দেশটির প্রথম ৫ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’-এ অস্ত্র ব্যবস্থার সমন্বিত পরীক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণকালে কিম এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া, যা আবারও আজ থেকে শুরু হয়েছে, তা স্পষ্টভাবে প্রকাশ করে যে, তারা গণপ্রজাতন্ত্রী কোরিয়ার প্রতি সবচেয়ে শত্রুতাপূর্ণ ও মুখোমুখি অবস্থানে রয়েছে।’
কিম আরও বলেন, এ মহড়ায় এখন ‘পারমাণবিক উপাদান’ যুক্ত হওয়ায় তা আরও উসকানিমূলক হয়ে উঠেছে। এ কারণে উত্তর কোরিয়ার জন্য ‘প্রতিক্রিয়াশীল ও ব্যাপক পাল্টা ব্যবস্থা’ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, সম্ভাব্য উত্তর কোরীয় হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারের লক্ষ্য নিয়ে সোমবার দুই দেশের শুরু হয়েছে ১১ দিনব্যাপী বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়া। এর পাশাপাশি চলছে চার দিনের বেসামরিক প্রতিরক্ষা মহড়া, যেখানে প্রায় ৫ লাখ ৮০ হাজার নাগরিক অংশ নিচ্ছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর/টিকে