নিম্নচাপে উত্তাল সাগর, ঘাটে ফিরছে হাজারো ট্রলার

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ঘাটে ফিরে এসেছে হাজার হাজার মাছ ধরার নৌকা ও ট্রলার। পর্যটক কমে গেছে কুয়াকাটায়। বৈরী আবহাওয়ার প্রভাবে সারাক্ষণ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

দুই দিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাই পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এলাকায় চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের ঘাটগুলোতে হাজারো জেলের সমাগম দেখা যায়। দুই পাড়ের বাজারগুলো জেলেদের আগমনে সরগরম হয়ে আছে। তবে ঘাটে আসা অধিকাংশ ট্রলার ফিরেছে শূন্য হাতে। জেলেরা বলছেন, বৈরী আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরে শান্তি নেই।

সমুদ্র থেকে ঘাটে আসা ট্রলার এমভি সামিয়ার মাঝি ফোরকান হাওলাদার বলেন, সমুদ্রে গিয়ে কোনোভাবেই টিকে থাকতে পারি না। ৪-৫ লাখ টাকার বাজার নিয়ে সমুদ্রে যাই। বৈরী আবহাওয়ার কারণে খালি হাতে ফিরে আসতে হয়। মাছ ধরতে না পারলে পরিবার নিয়ে কী খাব বুঝতে পারছি না। মহাজনের কাছ থেকে টাকা চাইব সে মুখও আমাদের নেই। কারণ তাদের তো প্রতিবার ৪-৫ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। এখন সব ট্রলার ঘাটে অবস্থান নিয়ে আছে, আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষা করছি আমরা।

এমভি বাচ্চু ট্রলারের মালিক আবুল হোসেন বলেন, বছরে দুটি সরকারি নিষেধাজ্ঞা এবং প্রাকৃতিক নিষেধাজ্ঞায় আমাদের মৎস্য পেশা এখন প্রায় ধ্বংসের দিকে। এই ব্যবসায় আমাদের কোটি কোটি টাকা বিনিয়োগ করা আছে। এখন যদি সমুদ্রে মাছ ধরতে না পারি তাহলে পথে বসে যেতে হবে আমাদের। কারণ অধিকাংশ মৎস্য ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে।

এদিকে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএম মোতালেব শরীফ জানান, বর্ষা মৌসুমে এমনিতেই পর্যটক অনেক কম থাকে কুয়াকাটায়। এর মধ্যে এ রকম টানা বৈরী আবহাওয়ার প্রভাবে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। গত শুক্রবার সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে ভালো পর্যটক সমাগম হয়েছিল। কিন্তু গত দুদিন ধরে তাতে ভাটা পড়তে শুরু করেছে। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটাসহ উপকূলের আকাশ কালো হয়ে আছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে। আবহাওয়ার এ প্রভাব না কাটলে কুয়াকাটায় পর্যটক বাড়বে না।

জেলা আবহাওয়া কর্মকর্তা আক্তার জাহান বলেন, এই পরিস্থিতি আগামী ২৪-৭২ ঘণ্টা চলমান থাকবে। তাই উপকূলের সাধারণ মানুষদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আজ সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল নাগাদ ভারতের দক্ষিণ ওড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নতুন পোশাকে দায়িত্ব পালন করছে সিলেটের ট্রাফিক পুলিশ Nov 28, 2025
img
‘তৃতীয় বিশ্বের দেশগুলো’ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধ করছে যুক্তরাষ্ট্র! Nov 28, 2025
img
ছুটির দিনে আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ Nov 28, 2025
img
ব্রিসবেনেও নেই কামিন্স, স্কোয়াড অপরিবর্তিত অস্ট্রেলিয়ার Nov 28, 2025
img
হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: শফিকুল আলম Nov 28, 2025
img
পরীক্ষা চলাকালে হলে ঢুকে ছাত্রদল নেতার কলম ও চকলেট বিতরণ Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের জয়ের পেছনের কৌশল জানালেন টাকার Nov 28, 2025
img
ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সরকার ও পিটিআই Nov 28, 2025
img
অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে না : বিসিআই সভাপতি Nov 28, 2025
img
চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম মাংসের খামার Nov 28, 2025
img
বিরল খনিজের সন্ধানে নজর ভারতের Nov 28, 2025
লাভ অ্যান্ড ওয়ারে রেট্রো লুকে আলিয়া ভাট Nov 28, 2025
img
ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ৭ জনের Nov 28, 2025
img
মায়ের নীরব সমর্থন নিয়ে রাজ চক্রবর্তীর আবেগঘন বার্তা Nov 28, 2025
img
কামালকে দিয়েই শুরু, এরপর একে একে: প্রেস সচিব Nov 28, 2025
img
শান্তিচুক্তির জন্য শর্ত দিলেন পুতিন Nov 28, 2025
img
ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র Nov 28, 2025
img
পর্তুগালের ঘরে বিশ্বকাপ শিরোপা Nov 28, 2025
img
বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ Nov 28, 2025
img
শাবিপ্রবিতে যাচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম Nov 28, 2025