দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি।
মঙ্গলবার (১৯ আগস্ট) থাইল্যান্ড থেকে দেশে ফিরে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি চলমান সকল সংকটের একমাত্র সমাধান নির্বাচন। যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।
এ সময় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশা করেন মির্জা ফখরুল।
সাতদিনের চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এফপি/ টিএ